For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা ঠাকুমা হয়ে গিয়েছেন, আর অগ্নিকন্যা নেই! একুশে বিদায়ঘণ্টা বাজালেন দিলীপ ঘোষ

মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার অগ্নিকন্যা রূপে মানুষ চেনে। তাঁর আন্দোলন আজও মানুষের মুখে মুখে ফেরে। বিরোধী নেত্রী হিসেবে কংগ্রেস ও তৃণমূলে থেকে তিনি যে আন্দোলন গড়ে তুলেছেন তা আজ ইতিহাসে পরিণত।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার অগ্নিকন্যা রূপে মানুষ চেনে। তাঁর আন্দোলন আজও মানুষের মুখে মুখে ফেরে। বিরোধী নেত্রী হিসেবে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসে থেকে তিনি যে আন্দোলন গড়ে তুলেছেন তা আজ ইতিহাসে পরিণত। এহেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অগ্নিকন্যা রূপকে হেয় করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

উনি আর কন্যা কোথায়, উনি এখন ঠাকুমা

উনি আর কন্যা কোথায়, উনি এখন ঠাকুমা

মুখ্যমন্ত্রীর 'অগ্নিকন্যা' ইমেজ নিয়েও কটাক্ষ করে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, উনি আর কন্যা কোথায়, উনি এখন ঠাকুমা হয়ে গিয়েছেন। এবার ওনার বিদায় নেওয়ার সময় হয়েছে। বাংলার মানুষ সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। স্রেফ ২০২১-এর অপেক্ষা তারপরই বাংলায় প্রতিষ্ঠিত হবে প্রকৃত পরিবর্তনের সরকার।

মিম ও তৃণমূল জোটকে কটাক্ষ করে পরিবর্তনের বার্তা

মিম ও তৃণমূল জোটকে কটাক্ষ করে পরিবর্তনের বার্তা

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এ্খন মিম মনে করছে তাদের কাজটা তৃণমূল করে দেবে। তৃণমূলও সাম্প্রদায়িক রাজনীতি করে। মিম তাই তৃণমূলের হাত ধরেছে। মিমের নেতাদের তৃণমূল যোগদান প্রসঙ্গে তিনি বলেন, এটা আদতে মিম ও তৃণমূল জোট হল। কিন্তু বাংলার মানুষ আর কোনও সমীকরণ বোঝে না, তাঁরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, পরিবর্তন আসছেই।

মিম এখন তৃণমূলকে ভরসা করছে

মিম এখন তৃণমূলকে ভরসা করছে

দিলীপ ঘোষ বলেন, মিম এখন তৃণমূলকে ভরসা করছে, যে তাঁরা বিজেপিকে রুখে দিতে পারবে। কিন্তু বাংলার মানুষের ভরসা নেই তৃণমূলের উপর। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ২০২১-এই সেই পরিবর্তন আসছে। এই পরিবর্তন রোখার সাধ্যি কারও নেই।

দিনকয়েক বাদে মাটিতে বসবেন মমতা

দিনকয়েক বাদে মাটিতে বসবেন মমতা

সোমবার মেদিনীপুর শহরের কেরানিতলায় হিন্দু যুব বাহিনীর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে বিজেপি রাজ্য সভাপতি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন কয়েক বাদে খাটিয়ায় বসতে হবে। মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজন-কটাক্ষের জবাবে তিনি বলেন, তাঁকে বোধহয় কেউ ভাত খেতে দেয়নি। অমিত শাহ বাঁকুড়াতে এসে খাটিয়াতে বসেছিলেন দেখেই মুখ্যমন্ত্রীও খাটিয়ায় বসেছেন। দিনকয়েক বাদে তিনি মাটিতে বসবেন।

English summary
Dilip Ghosh criticizes Mamata Banerjee as grandmother, she is not ‘Agnikanya’.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X