For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোভন ১ টাকায় কুড়িয়ে পাওয়া নেতা! দিলীপ ঘোষের তাৎপর্যপূর্ণ মন্তব্যে জল্পনা তুঙ্গে

রাস্তা থেকে মাত্র এক টাকায় শোভন চট্টোপাধ্যায়কে কুড়িয়ে পেয়েছিলেন দিলীপ ঘোষরা। শোভনের নাম না করে তাৎপর্যপূর্ণ মন্তব্যে এমনটাই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি।

  • |
Google Oneindia Bengali News

রাস্তা থেকে মাত্র এক টাকায় শোভন চট্টোপাধ্যায়কে কুড়িয়ে পেয়েছিলেন দিলীপ ঘোষরা। শোভনের নাম না করে তাৎপর্যপূর্ণ মন্তব্যে এমনটাই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি সাফ করে দিলেন, কোনও দায়িত্বের কথাই হয়নি তাঁর সঙ্গে। মাত্র একদিন বিজেপি সদর দফতরে এসেছিলেন। তাচ্ছিল্যপূর্ণ মন্তব্যে শোভনের ভবিষ্যৎ পথ অনেকটাই স্পষ্ট করে দিলেন গেরুয়া দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

১ টাকার কয়েন শোভন

১ টাকার কয়েন শোভন

দিলীপ বলেন, আমরা রাস্তা থেকে ১ টাকার কয়েন কুড়িয়ে পেয়েছিলাম। সেটাই আমরা দান করলাম। কোনও দায়িত্ব দেওয়ার শর্ত তাঁর সঙ্গে ছিল না। আর তিনি দলে সক্রিয় ছিলেন না। তাই তাঁকে দান করে দিলে দলের কোনও ক্ষতি হবে না। এখানে তাঁর প্রশ্ন, যারা নিরাপত্তা কেড়ি নিয়েছিলেন., তাঁরা কেন ফেরত দিলেন। সেটা ওরাই বলতে পারবে।

শোভন তৃণমূলে ফিরে গেলে

শোভন তৃণমূলে ফিরে গেলে

তৃণমূলকে ধাক্কা দিতেই শোভন চট্টোপাধ্যায়কে যোগদান করিয়েছিল বিজেপি। এখন সেই শোভন তৃণমূলে ফিরে গেলে মুখ পুড়বে মুকুল-দিলীপদের। আর তৃণমূলকে ধাক্কা দিতে গিয়ে শোভনের যোগদানে তাঁদেরই সুবিধা করে দিচ্ছে বিজেপি। শোভন তৃণমূলে ফিরলে বিজেপির এই পদক্ষেপ রাজনৈতিক হারাকিরিতে পরিণত হবে।

শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা ফিরল

শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা ফিরল

ভাইফাঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার পরই এদিন ফের শোভন চট্টোপাধ্যায়ের নিরাপত্তা ফিরিয়ে দিয়েছে রাজ্য সরকার। কলকাতার প্রাক্তন মেয়র ফের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন শুক্রবার থেকে। ফলে বিজেপির মায়া কাটিয়ে তাঁর তৃণমূলে ফেরা এখন স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ জল্পনা

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ জল্পনা

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা বর্তমানে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের ভাইফোঁটা নিয়ে আসার পর থেকেই জল্পনার পারদ চড়তে থাকে। এই ঘটনাকে সামাজিক সৌজন্য বলে দিলীপ ঘোষরা অস্বস্তি এড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু একদিন কাটতে না কাটতেই শোভন চট্টোপাধ্যায়ের জবাবদিহি চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেন। এবার তিনি একপ্রকার জানিয়েই দেন তাঁর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা।

English summary
BJP state president Dilip Ghosh criticizes BJP got Sovan Chatterjee in worth of one rupee only. He now says BJP will give Sovan Chatterjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X