২১ জুলাই শহিদ দিবসের নামে নাটক তৃণমূল নেত্রীর! পাল্টা প্রহসন দিবস পালনের ডাক দিলীপ ঘোষের
বিরোধীরা রাজ্যে অসুরক্ষিত। এদিন এমনটাই অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর আরও অভিযোগ রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। তৃণমূলের ২১ জুলাই শহিদ দিবসের পাল্টা বিজেপি দিনটিকে প্রহসন দিবস হিসেবে পালন করবে বলে জানিয়েছেন তিনি।
সমাজবিরোধী ও দেশবিরোধীদের ঘাঁটি! চোপড়ার কিশোরীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে বিস্ফোরক দিলীপ

বিজেপিকে অনুকরণ
আগের মতো দিলীপ ঘোষ এদিনও বলেছেন, তারা যেটা করেন, তা দেখে তৃণমূল কাজ শুরু করে। তারা যেমন ভলান্টিয়ার লাগিয়ে চাল, ডাল মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছেন, তৃণমূল সেই পন্থাই নিতে চাইছে বলে মন্তব্য করেন তিনি।
দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, দিদিমনিও তাঁদের অনুসরণ করেন। তারা ভার্চুয়াল সভা করে নিয়েছেন। তারা যে সময় ভার্চুয়াল সভা করেন, সেই সময় তিনি(মমতা) হাসাহাসি করেছিলেন। খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে দলের নেতারাই উনাকে বুঝিয়েছেন। এতে বেশি খরচ নেই। সেইজন্য এখন ভার্চুয়াল সভা করছেন মমতা। বলেছেন দিলীপ।

বিরোধীদের ওপর অত্যাচার
রাজ্যে বিরোধীদের ওপর অত্যাচারের অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। এব্যাপারে তিনি সম্প্রতি হেমতাবাদের বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যু এবং দাঁতনে যুব নেতা হত্যার কথা উল্লেখ করেন। তাঁর অভিযোগ, বিরোধীরা রাজ্যে অসুরক্ষিত। তাদের রাজনৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই
চোপড়ায় কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা উল্লেখ করে দিলীপ ঘোষের অভিযোগ, রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই।

বিজেপির প্রহসন দিবস
তৃণমূল ২১ জুলাই শহিদ দিবস পালন করে থাকে। কিন্তু শহিদ দিবস পালনের নামে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করেন বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। যার পাল্টা হিসেবে বিজেপি দিনটিকে প্রহসন দিবস হিসেবে পালন করা পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন তিনি।
