অমর্ত্য সেনের আশীর্বাদধন্য সরকার হিংসা করছে! ফের নোবেল জয়ী অর্থনীতিবিদকে নিশানায় বিস্ফোরক দিলীপ
শান্তিনিকেতনে (shantiniketan) জমি নিয়ে বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)তাঁর পাশে দাঁড়ানোর প্রশংসা করেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন (amartya sen)। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। তিনি বলেছেন, অমর্ত্য সেনের থেকে এর থেকে বেশি কিছু তাঁরা আশা করেন না।

অসফল মুখ্যমন্ত্রীর হয়ে কথা
এদিন চায়ে পে চর্চায় দিলীপ ঘোষ অমর্ত্য সেনকে আক্রমণ করতে গিয়ে বলেছেন, অসফল মুখ্যমন্ত্রী হয়ে কথা বলছেন অমর্ত্য সেন। তাঁর থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেছেন, অমর্ত্য সেন কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী। তা সত্ত্বেও উনি যেন একটি গোষ্ঠীর মুখপাত্র না হন, মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তাহলে কি ভুল লোককে পুরস্কার প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ।

তাঁর আশীর্বাদ ধন্য সরকার হিংসা চালাচ্ছে
রাজ্যে রাজনৈতিক হিংসা নিয়েও আক্রমণ শানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি আরও অভিযোগ করেন, তাঁর আশীর্বাদ ধন্য সরকার হিংসা চালাচ্ছে। কই তিনি তো সে বিষয়ে কোনও কথা বলছেন না। তিনি বলেন, মানুষ তো ওনার কাছ থেকে বুদ্ধি নেবেন। মুখ্যমন্ত্রীর কথায় তিনি প্রভাবিত হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ।

জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা
বিষয়টি নিয়ে শুক্রবারেও সরব হয়েছিলেন দিলীপ ঘএাষ। তিনি বলেছিলেন, বিশ্বভারতীয় জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে। সেটার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়াটাও কি ভুল? তিনি আরও বলেছিলেন বিজেপি যেখানে যায় সেখানকার মহাপুরুষদের সম্মান করে। তিনি কটাক্ষ করে বলেন, এতদিন যারা রবীন্দ্রনাথকে নিয়ে ব্যবসা করছিলেন, তাঁদের এখন মনে হচ্ছে রবীন্দ্রনাথকে কেউ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, রবীন্দ্রনাথকে নিয়ে ধান্দা করছে তৃণমূল।

আগেও দিলীপ ঘোষের নিশানায় অমর্ত্য সেন
অমর্ত্য সেন বরাবরই বিজেপির নিশানায়। নোট বাতিল নিয়ে সমালোচনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, আমাদের একজন নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি কী করেছেন। বাংলার কেউ বোঝে না। দুনিরায়র কেউ বোঝে না। দিলীপ ঘোষ প্রশ্ন করেছিলেন, কী দিয়েছেন উনি দেশকে, কী করেছেন উনি। কটাক্ষ করে তিনি বলেছিলেন, এই ধরনের লোককে নিয়েই আমরা গর্ববোধ করি। তিনি বলেছিলেন, এই ধরনের লোককে কেনা যায়, বিক্রি করা যায়। চমকানো যায়, পায়ে পড়া যায়।

অভিযোগ, অমর্ত্য সেনের বাড়ি সংলগ্ন জমির অংশ বিশ্বভারতীর
শান্তিনিকেতনে অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী সংলগ্ন জমির একাংশ বিশ্বভারতীর। এমনটাই অভিযোগ তুলেছেন, সেখানকার গেরুয়া শিবির ঘনিষ্ঠরা। যা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, অমর্ত্য সেনের পারিবারিক সম্পত্তি নিয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই সক্রিয়তায় খুশি অমর্ত্য সেন। তিনি বলেছেন, বিশ্বভারতী থেকে চিঠি পেলে, তিনি জমির মাপ নিয়ে কোনও মন্তব্য করতে পারবেন। একইসঙ্গে তিনি উপাচার্যকেও নিশানা করেছেন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের ওপরে প্রভাব বাড়াতে চাইছে কেন্দ্রীয় সরকার।