For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছোটলোকের রাজনীতির বার্তায় প্রতিবাদী ছাত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন, ফের বেলাগাম দিলীপ

সংস্কৃত কলেজের ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্তকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

সংস্কৃত কলেজের ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্তকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি ওই প্রতিবাদীকে উদ্দেশ্য করে বলেন, যাঁরা এইভাবে কাজ করেন তাঁদের উদ্দেশ্য এবং চরিত্র নিয়ে সন্দেহ থেকেই যায়। তাঁকে এই মিছিলে পাঠানো হয়েছে বিজেপিকে বদনাম করার জন্যই।

প্রতিবাদী ছাত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন, ফের বেলাগাম দিলীপ

দিলীপ ঘোষ এদিন ফের মাত্রা ছাড়িয়ে বলেন, যারা হেরে যায়, তারাই এই ধরনের কাজে লিপ্ত হয়। এসব হচ্ছে ছোটোলোকের রাজনীতি। নিজেরাই হুজ্জতি করে এফআইআর করে। এটা কোনও ভদ্র রাজনীতির কাজ হতে পারে না। এদিন তাঁর বিরুদ্ধে এফআইআরের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, আগে গ্রেফতার করা উচিত ওই ছাত্রীকেই।

বিজেপির অভিনন্দন যাত্রা চলাকালীন ওই শিক্ষার্থীর হেনস্থা হয়রানির ঘটনায় দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে অভিযোগ, প্রতিবাদী ছাত্রীকে হুঁশিয়ারি দিয়ে শহিদ হওয়ার ইচ্ছা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার পাটুলি থেকে বিজেপিকর্মীরা অভিনন্দন যাত্রার আয়োজন করেছিলেন। দিলীপ ঘোষ সেখানে উপস্থিত হন। তবে মিছিলের অনুমতি দেওয়া হয়নি। পুলিশ সেই কারণে ব্যারিকেড রেখেছিল। পাটুলিতে সিএএ-র সমর্থনে বিজেপির অভিনন্দন যাত্রার সময় রাস্তায় একটি পোস্টার নিয়ে দাঁড়িয়েছিলেম সংস্কৃত কলেজের শিক্ষার্থী সুদেষ্ণা দত্তগুপ্ত।

তাঁর হাতের পোস্টারে লেখা 'নো এনআরসি নো সিএএ'। এই পোস্টার নিয়ে একা দাঁড়িয়েছিলেন ছাত্রীটি। দিলীপ ঘোষ তা দেখে এড়িয়ে গেলেও বিজেপি সমর্থকরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ, গেরুয়া পার্টির সমর্থকরা আপত্তিজনক ভাষায় আক্রমণ করেন ওই ছাত্রীর উদ্দেশ্যে। পোস্টারগুলি কেড়ে নেওয়া হয়। নোংবা-অশালীন মন্তব্য করা হয় তাঁকে নিয়ে। এই অবস্থায় সাংবাদিকরা ওই ছাত্রটিকে বিজেপি সমর্থকের রোষানল থেকে উদ্ধার করে।

পাটুলিতে সিএএর সমর্থনে বিজেপি-র অভিনন্দনযাত্রায় ছাত্রী হেনস্থায় ঘটনায় প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ওই ছাত্রী আমাদের মিছিলের সামনে এসেছিল। আমরা তো শুধু প্ল্যাকার্ডটি কেড়ে নিয়ে ছেড়ে দিয়েছি। ওই ছাত্রীর চোদ্দ পুরুষের ভাগ্য ভালো আমাদের ছেলেরা আর কিছুই করেনি। অনেকগুলি সার্কাস-বাগান রয়েছে ওই এলাকায়।

English summary
Dilip Ghosh counters protester student as bad type of politics. His controversial comments are continuing.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X