For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পশ্চিমবঙ্গ হতে চলেছে পশ্চিম বাংলাদেশ! মমতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ দিলীপের

মমতাদেবীর রাজত্বে আমাদের সাধের পশ্চিমবাংলা পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হতে চলেছে। প্রত্যেক জেলায় সিমি, জামাত, আল কায়েদার জঙ্গিদের বাস। বোমা-বন্দুক চলছে।

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে চলেছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মমতাদেবীর রাজত্বে আমাদের সাধের পশ্চিমবাংলা পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত হতে চলেছে। প্রত্যেক জেলায় সিমি, জামাত, আল কায়েদার জঙ্গিদের বাস। বোমা-বন্দুক চলছে। সারা ভারতে যখন উগ্রপন্থী কার্যকলাপ বন্ধ হয়ে গিয়েছে, তখন বাংলার বুকে প্রতিনিয়ত ঘটে চলেছে এ ধরনের ঘটনা।

পশ্চিমবঙ্গ হতে চলেছে পশ্চিম বাংলাদেশ! চাঞ্চল্যকর অভিযোগ

দিলীপ ঘোষের কথায়, পশ্চিমবঙ্গের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন পশ্চিমবঙ্গ থেকে উগ্রপন্থীরা এসে উৎপাত করছে বাংলাদেশ। আমরা এতদিন উল্টোটা বলে এসেছি। এবার পশ্চিমবঙ্গের বিরুদ্ধে উগ্রপন্থী কার্যকলাপের অভিযোগ প্রতিবেশী দেশের। নিজের রাজ্যের বিরুদ্ধে এসব শুনতে কার আর ভালো লাগে!

তিনি বলেন, তবু শুনতে হচ্ছে। এ আমাদের দুর্ভাগ্যের, লজ্জারও। শুক্রবার হুগলির শ্রীরামপুরের মাহেশে ভারতামাতার পুজো উদ্বোধনে এসে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এভাবেই একহাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর কথায়, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে দু-হাজার ২৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে, সেখানে কোনও সুরক্ষা নেই।

দিলীপের কথায়, বিএসএফ আছে, কিন্তু বিএসএফকে সাহায্য করার মতো কোনও পুলিশ নেই। সেই কারণে দুই বাংলা মিলিতভাবে লুঠ করছে। পুলিশ-প্রশাসন, রাজনৈতিক নেতাদের সহযোগিতায় লুঠপাট চলছে বলে অভিযোগ তাঁর। কোটি কোটি টাকার পাচার চলছে। মা-বোনেদের সম্মানও সুরক্ষিত নয়। তিনি বলেন, দেশভাগের আগেও এমন ঘটনা ঘটেছিল। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আমরা সুরক্ষিত নই। কেউ সুরক্ষিত নন।

English summary
BJP state president Dilip Ghosh complains against Mamata Banerjee on border issue. He says West Bengal now convert in West Bangladesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X