শুভেন্দু কি বিজেপিতেই যোগ দিচ্ছেন! দিলীপের মন্তব্যে জোর জল্পনা একুশের আগে
শুভেন্দু অধিকারী কি তৃণমূলে যথাযথ সম্মান না পেয়ে বিজেপিতে যোগদান করবেন? তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। এবার সেই জল্পনার পারদ আরও বাড়িয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দুকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতিকে। সেই প্রশ্নের যে জবাব দেন দিলীপবাবু, তাতেই জল্পনার পারদ চড়েছে রাজ্য রাজনীতিতে।

শুভেন্দুকে নিয়ে তিন বছর ধরে রাজনৈতিক মহলে চর্চা
শুভেন্দু অধিকারীর বিজেপির যোগের জল্পনা চলছে মুকুল রায় রায় বিজেপিতে যাওয়ার পর থেকেই। যদিও শুভেন্দু কখনই মুকুল-অনুগামী বলে পরিচিত ছিলেন না। বরং মুকুলের সঙ্গে দূরত্ব রেখেই রাজনীতি করতেন তিনি। কিন্তু বিজেপি মুকুলকে পাওয়ার পর শুভেন্দুর দিকে হাত বাড়ায় বলে রাজনৈতিক মহলে চর্চা ছিল।

শুভেন্দুর বিজেপি-যোগের জল্পনা, প্রতিবারই খণ্ডন হয়েছে
এর আগে বারই শুভেন্দুকে নিয়ে বিজেপি-যোগের জল্পনা হয়েছে, ততবারই খণ্ডন করেছেন শুভেন্দু স্বয়ং। কিন্তু এবার তৃণমূলের রদবদলের পরওম গুরুত্বের পদ না পেয়ে শুভেন্দু যেভাবে দূরত্ব বাড়িয়ে চলেছেন তৃণমূলের সঙ্গে, পৃথক জনসংযোগ করছেন, তাতে বিজেপিতে যোগদানের জল্পনা বেড়েছিল আকাশছোঁয়া।

আইনি ব্যাবস্থার হুঁশিয়ারি ভিন্ন শুভেন্দুর নীরব ভূমিকা
এরই মধ্যে মাঝে একবার তো শুভেন্দুকে দিল্লিতে নিয়ে গিয়ে অমিত শাহের হাত থেকে গেরুয়া পতাকা ধরিয়ে দিয়েছিলেন এক শ্রেণির মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গিয়েছিল। তারপর শুভে্ন্দু একবারই আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন সেইসব সংবাদমাধ্যমকে। তা ভিন্ন কোনও বিবৃতি দেননি আজ পর্যন্ত।

দিলীপ আগুনে ঘি দিলেন, শুভেন্দু কি উত্তর দেবে ন এবার
তবে সম্প্রতি শুভেন্দু করোনা আক্রান্ত হওয়া পর্যন্ত তাঁকে নিয়ে বিজেপি-যোগের জল্পনায় ভাটা পড়ে। সম্প্রতি দিলীপ ঘোষের একটি মন্তব্যই সেই আগুনে ফের ঘি দিয়েছে। ফলে তরতর করে বাড়ছে শুভেন্দু অধিকারীর বিজেপি-যোগের জল্পনা। এখন দেখার শুভেন্দু কোনও প্রত্যুত্তর দেন কি না। তাহলেই সুষ্পষ্ট হবে পরিস্থিতি।

শুভেন্দুকে নিয়ে কী বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি
শুভেন্দুকে নিয়ে প্রশ্ন করতেই বিজেপি রাজ্য সভাপতি উত্তর দেন, সকলের জন্য দরজা খোলা আছে বিজেপির। দরজা আরও বড় করেছেন তাঁরা। যে আসতে চাইবে, তাঁকেই স্যানিটাইজ করে নেওয়া হবে। দিলীপ ঘোষের এই চটজলদি জবাব রাজনৈতিক মহলে বড়সড় জল্পনা তৈরি করল। চর্চা চলচে, তাহলে কি শুভেন্দুকে নিয়ে যে জল্পনা চলছিল, তা বাস্তব হতে চলেছে?

দিলীপ আসলে কী বোঝাতে চাইলেন শুভেন্দু প্রসঙ্গে উত্তরে
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, দিলীপবাবু তাঁর এই বার্তা দিয়ে বোঝাতে চেয়েছেন, শুধু শুভেন্দু অধিকারীই নন, তৃণমূল ছেড়ে যিনিই আসুন, তাঁকে দলে স্বাগত জানানো হবে। যদি কোনও দুর্নীতিপরায়ণ নেতাও হন, তাঁকেও দলে নেওয়া হবে। স্যানিটাইজ করার বার্তায় স্বচ্ছ করার দায়িত্ব বি্জেপি্র।
শুভেন্দুর 'নীরবতা’ শক্তি জোগাচ্ছে বিজেপিকে! নন্দীগ্রামের মাটিতে ফের পালাবদলের তোড়জোড়