For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন স্লোগান বাঁধলেন দিলীপ ঘোষ! জানুয়ারিতেও ঘামবে তৃণমূল, বললেন বিজেপির রাজ্য সভাপতি

দিদির (mamata banerjee) সব ভাইরা বিগরে যাচ্ছে। সকালে একজন তো বিকেলে একজন। এদিন উত্তর দিনাজপুরের করণদিঘিতে দলীয় সভায় এমনটাই কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh)। তৃণমূলের জমানায় বাংলায় গণতন্ত্র নেই

  • |
Google Oneindia Bengali News

দিদির (mamata banerjee) সব ভাইরা বিগরে যাচ্ছে। সকালে একজন তো বিকেলে একজন। এদিন উত্তর দিনাজপুরের করণদিঘিতে দলীয় সভায় এমনটাই কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh)। তৃণমূলের জমানায় বাংলায় গণতন্ত্র নেই বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ।

বিশ্বভারতীর প্রতিষ্ঠার শতবর্ষ অনুষ্ঠান! যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী, জানালেন কৈলাশ বিজয়বর্গীয়বিশ্বভারতীর প্রতিষ্ঠার শতবর্ষ অনুষ্ঠান! যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী, জানালেন কৈলাশ বিজয়বর্গীয়

নতুন স্লোগান বিজেপির

নতুন স্লোগান বিজেপির

এদিন সভা থেকে দিলীপ ঘোষ দলের কর্মীদের জন্য নতুন স্লোগান বেঁধে দেন। তিনি বলেন, পাড়ায় পাড়ায় উঠছে শোর, দুয়ারে দুয়ারে চাল চোর। তৃণমূলের সরকারকে দুর্নীতির সরকার বলেও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন যমের দুয়ারে সরকার। প্রসঙ্গত দুয়ারে দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যার পাল্টা হিসেবে বিজেপির তরফে ঘরে ঘরে গিয়ে 'আর নয় অন্যায়' কর্মসূচি নেওয়া হয়েছে।

 বাংলাকে বাঁচানোর ডাক

বাংলাকে বাঁচানোর ডাক

এদিন উত্তর দিনাজপুরে বিজেপির সভায় ভিড়ও হয়েছিল বেশ। সেখানে দিলীপ ঘোষের আহ্বান, যাঁরা বাংলাকে বাঁচাতে চান, তাঁরা বিজেপিতে যোগ দিন। কটাক্ষ করে তিনি বলেন, রাজ্যে থানা আছে, কিন্তু পুলিশ নেই। স্কুল আছে কিন্তু মাস্টার নেই। তৃণমূলেক বাংলা ছাড়া করার ডাকও তিনি দেন এই সভা থেকে।

খুন হলে বলছে আত্মহত্যা

খুন হলে বলছে আত্মহত্যা

এদিনের সভা থেকে দিলীপ ঘোষ শনিবার হালিশহরে দলীয় বুথ সভাপতি খুনের কথা উল্লেখ করেন। তিনি বলেন, দলের নেতা কর্মীরা হালিশহরে বেরিয়েছিলেন আর নয় অন্যায় কর্মসূচিতে যোগ দিতে। সেখানে দলীয় নেতা কর্মীদের ওপর হামলা চালানো হয়। একইসঙ্গে দিলীপ ঘোষ বর্ধমানের পূর্বস্থলি, পুরুলিয়ায় দলীয় কর্মী খুনের অভিযোগ করেন। তিনি প্রশ্ন করেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কারও গলায় ফাঁস লাগতে পারে কি? কিন্তু সব জায়গাতেই এই ধরনের খুনকে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে পুলিশ, অভিযোগ করেন দিলীপ ঘোষ।

জানুয়ারিতেও ঘামবে তৃণমূল

জানুয়ারিতেও ঘামবে তৃণমূল

দিলীপ ঘোষ এদিন সভা থেকে বলেন, তৃণমূলকে এমন গরম দেব, জানুয়ারিতেও তারা ঘামবে। এদিনও তিনি বলেন, ২০০-র বেশি আসনে বিজেপি জয়ী হবে। প্রসঙ্গত তিনি এর আগে ডিসেম্বর এবং জানুয়ারিতে তৃণমূলে ভাঙনের ইঙ্গিত করেছিলেন।
এদিন সকালে রায়গঞ্জ শহরের মোহনবাটি এলাকায় এনএস রোডে চায়ে পে চর্চায় যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন সায়ন্তন বসু, জেলা বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ীর মতো জেলা ও স্থানীয় নেতারা। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে পাঠানো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চিঠি প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল তাঁকে। সেই সময় দিলীপ ঘোষ বলেন, উনি কেমন আইনজীবী তা সবাই জানেন। তিনি কোনও মামলায় জেতেননি। এরপরেই কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, উনি কোন হরিদাস পাল, যে উনি চিঠি লিখলেন।

English summary
Dilip Ghosh comes up with a new slogan for BJP from his Karandijhi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X