For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ভাগের পক্ষে নয় বিজেপি, সাংসদদের দাবি উড়িয়ে পার্টিলাইন স্পষ্ট করলেন দিলীপ

বাংলা ভাগের পক্ষে নয় বিজেপি, সাংসদদের দাবি উড়িয়ে পার্টিলাইন স্পষ্ট করলেন দিলীপ

Google Oneindia Bengali News

বিজেপির দুই সাংসদ বঙ্গভঙ্গের দাবি তুলেছেন। দুই বিধায়ক আবার তাতে সায়ও দিয়েছেন। তারপরই বিজেপির বিরুদ্ধে উঠে পড়ে বাংলা ভাঙতে চাওয়ার অভিযোগ। যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পৃথক রাজ্য নিয়ে পার্টিলাইন স্পষ্ট করে দিয়েছেন। পরিষ্কার জানিয়ে দিয়েছেন, বিজেপি বাংলা ভাগের পক্ষে নয়।

পশ্চিমবঙ্গ ভাগ হবে না, জানালেন দিলীপ

পশ্চিমবঙ্গ ভাগ হবে না, জানালেন দিলীপ

বিজেপির দুই সাংসদ সম্প্রতি বঙ্গ বিভাজন নিয়ে মত প্রকাশ করার পর দিলীপ ঘোষ বলেন, আলাদা রাজ্যের মত একান্ত ব্যক্তিগত। পশ্চিমবঙ্গ ভাগ হবে না। কারণ বঙ্গভঙ্গ বিজেপি সমর্থন করে না। এদিন বঙ্গভঙ্গ নিয়ে পার্টি লাইন জানানোর পাশাপাশি তিনি পৃথক রাজ্যের দাবি তোলা নেতাদের সতর্কও করে দেন।

বিজেপির পার্টিলাইন বঙ্গভঙ্গকে সমর্থন করে না

বিজেপির পার্টিলাইন বঙ্গভঙ্গকে সমর্থন করে না

দিলীপ ঘোষ বলেন, পার্টিতে থাকতে হলে পার্টি লাইন মেনে চলতে। হবে। পার্টি লাইন মেনে মন্তব্য করতে হবে। আর বিজেপির পার্টিলাইন কখনই বঙ্গভঙ্গকে সমর্থন করে না। এ প্রসঙ্গে তাঁর খোঁচা, যাঁরা এসব বলছেন, তাঁরা অন্য দল থেকে এসেছেন। বিজেপি এক রাজ্যের পক্ষেই সওয়াল করে এসেছে, আজও তা-ই করে।

বঙ্গভঙ্গ নিয়ে রাজ্যকে পাল্টা খোঁচা দিলীপের

বঙ্গভঙ্গ নিয়ে রাজ্যকে পাল্টা খোঁচা দিলীপের

দিলীপ ঘোষ এই পৃথক রাজ্য প্রসঙ্গে রাজ্য সরকারকে একহাত নেন। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। তাঁদেরকে বিচ্ছিন্ন করে রেখে দেওয়া হয়েছে। তাঁরাই দাবি তুলছে পৃথক রাজ্যের। মানুষ তিতিবিরক্ত হয়ে এই দাবি তুলেছেন। বিজেপি তাঁদের জন্য আন্দোলন চালিয়ে যাবে।

দুই সাংসদের বয়ান উড়িয়ে জবাব দিলীপের

দুই সাংসদের বয়ান উড়িয়ে জবাব দিলীপের

বঙ্গভঙ্গ থেকে দূরত্ব বজায় রেখে বার্তা দিলেন দিলীপ ঘোষ। তাঁর তাৎপর্যপূর্ণ বার্তায় তিনি যেমন দুই সাংসদকে খোঁচা দিলেন, খোঁচা দিলেন রাজ্য সরকারকেও। উল্লেখ্য, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা উত্তরবঙ্গ নিয়ে পৃথক রাজ্যের দাবি তোলেন। আর তারপর বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ দাবি তোলেন রাঢ়বঙ্গকে পৃথক রাজ্য করার।

English summary
Dilip Ghosh clears the party line of BJP about separate state to break West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X