For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুমতি ছাড়াই হবে মেগা রোড শো, হুঙ্কার দিলীপ ঘোষের! বাধা দিলে কোন পথ, ঠিক করে ফেলেছে বিজেপি

অনুমতি ছাড়াই হবে মেগা রোড শো, হুঙ্কার দিলীপ ঘোষের! বাধা দিলে কোন পথ, ঠিক করে ফেলেছে বিজেপি

  • |
Google Oneindia Bengali News

এদিন সকাল থেকে রোড শো-এর প্রস্তুতি নিয়েছে বিজেপি। কিন্তু পুলিশ তাতে বাধা দিয়েছে। যদিও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন, অনুমতির কোনও প্রয়োজন নেই। রোড শো হবেই। প্রসঙ্গত এদিন মোমিনপুর থেকে মাঝেরহাট, টালিগঞ্জ হয়ে বিজেপির মেগা রোড শো যাওয়ার কথা ছিল সেন্ট্রাল এভিনিউ-এ বিজেপির পার্টি অফিসে।

অনুমতি দেয়নি পুলিশ

অনুমতি দেয়নি পুলিশ

বিজেপির তরফে আগে ভাগেই রোড শো-এর অনুমতি চাওয়া হয়েছিল কলকাতা পুলিশের কাছে। প্রথম প্রস্তাবে আপত্তি জানানোয় রুট বদল করে বিজেপি। যদিও তাতে সায় দেয়নি কলকাতা পুলিশ। রবিবার বিজেপি নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়, অসংখ্য মানুষের জমায়েতে যানজট তৈরি হতে পারে, সেই কারণেই অনুমতি দেওয়া হচ্ছে না। ঠিক ছিল আলিপুর চিড়িয়াখানার সামনে বিজেপির কর্মী সমর্থকরা জড়ো হবেন। তারপর সেখান থেকে মাঝেরহাট, টালিগঞ্জ, হাজরা হয়ে রোড শো হবে মুরলিধর সেন লেন পর্যন্ত। কলকাতা পুলিশ এই রোড শো-এ না বলার পরেই রাতেই শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে আলোচনায় বসেন বিজেপির নেতারা। পরে জানানো হয়, রোড শো-এ গাড়ি ও বাইকের সংখ্যা কমিয়ে রোড শো করা হবেই। বিজেপি নেতা দেবজিৎ সরকার জানিয়েছেন, পুলিশ বাইকের সংখ্যা কমাতে বলেছে, তারা তা মেনে নিয়েছেন।

সকাল থেকেই পুলিশের প্রস্তুতি

সকাল থেকেই পুলিশের প্রস্তুতি

এদিকে সকাল থেকেই রোড শো-এর জন্য একদিকে বিজেপি নেতা, কর্মীরা যেমন প্রস্তুতি নিয়েছেন, ঠিক তেমনই প্রস্তুতি নিয়েছে পুলিশও। আলিপুর চিড়িয়াখানা এলাকায় বিজেপি নেতা রাকেশ সিংকে বাধা দেয় পুলিশ, অরফানগঞ্জ রোড সব দিক থেকে বন্ধ করে দেওয়া হয়। খিদিরপুর বাজার এলাকাতেও প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়। মিছিল নিয়ে অশান্তির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

 দিলীপ ঘোষের হুঁশিয়ারি

দিলীপ ঘোষের হুঁশিয়ারি

এদিন পুলিশের অনুমতি না দেওয়া নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন, এখানে অনুমতি ছাড়াই সব কিছু হয়। এখানে অনুমতি চেয়েও কোনওদিন তা পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন তিনি। ফলে তাদেরও অনুমতি লাগবে না বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছে, অনুমতি চাইতে গেলে পুলিশ তা না দেওয়ায় অনুমতি ছাড়াই তিনি মিছিল করেন। তাঁর প্রশ্ন তৃণমূল কি অনুমতি নেয়।

বাধা দিলে অন্য পথ

বাধা দিলে অন্য পথ

বিজেপি ঠিক করে ফেলেছে, যদি পুলিশ পথ আটকায়, তাহলে রোড শো চিড়িয়াখানার সামনে থেকে মুরলিধর লেনে যাবে কালীঘাট হয়ে। এদিন এই কর্মসূচিতে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়েরও। রোড শো-এ অনুমতি না দেওয়ার সমালোচনা করেছেন তিনি। তৃণমূল সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ করেছেন তিনি।

সুশান্ত ঘোষের গড়বেতায় শুভেন্দুর সভা, পাল্টা ছোট আঙারিয়ায় সভা তৃণমূলের, কোন কৌশলে শান বিজেপিরসুশান্ত ঘোষের গড়বেতায় শুভেন্দুর সভা, পাল্টা ছোট আঙারিয়ায় সভা তৃণমূলের, কোন কৌশলে শান বিজেপির

English summary
Dilip Ghosh claims there should be road show on fourth January in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X