For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাতেও এবার মোদী রাজ! তৃণমূল কংগ্রেস কোনও প্রতিদ্বন্দ্বীই নয়, বিজেপির হয়ে অভয়বাণী দিলীপের

বাংলাতেও এবার মোদী রাজ! তৃণমূল কোনও প্রতিদ্বন্দ্বীই নয়, বিজেপির হয়ে অভয়বাণী দিলীপের

  • |
Google Oneindia Bengali News

দিল্লিতে মোদী রাজের পর এবার বাংলাতেও হবে মোদী রাজ। এদিন বরাহনগরে চা চক্রে যোগ দিয়ে প্রশ্নের উত্তরে এই কথাই বলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। ২০২১-এর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ওই নির্বাচনে তাঁদের কোনও প্রতিদ্বন্দ্বী নেই। বিজেপি তৈরি। কিন্তু বাকিরা এখনও ঘর সামলাচ্ছে। তাঁর এবং দলের নেতাদের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওসবে বিজেপি ভয় পায় না। তাই গুরুত্বও দেয় না।

পুলিশকে নিয়ে মন্তব্যের জেরে গ্রেফতারি পরোয়ানা

পুলিশকে নিয়ে মন্তব্যের জেরে গ্রেফতারি পরোয়ানা

পুরনো মামলায় বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বর্ধমান আদালত। জানা গিয়েছে, গতবছরের নভেম্বরে বর্ধমানের রায়নায় দলীয় সভায় পুলিশের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন তিনি। তাঁকে বলতে শোনা গিয়েছিল, রাজ্যের পুলিশকর্মীরা আকণ্ঠ দুর্নীতিতে ডুবে রয়েছেন। চাকরি থেকে প্রমোশন সবেতেই পুলিশকে টাকা দিতে হয় বলেও মন্তব্য করেছিলেন তিনি। পাশাপাশি এসপি থেকে ওসি সবাইকেই টাকা তুলতে হয়, কেননা টাকা দিতে হয় তৃণমূলের পার্টি অফিসে। দিলীপ ঘোষের এইসব মন্তব্যের জেরে মামলা দায়ের করেছিলেন এক পুলিশকর্মীর। অভিযোগে তিনি বলেছিলেন, দিলীপ ঘোষের মন্তব্যে পুলিশের ভাবমূর্তির ক্ষতি হয়েছে। সেই মামলাতেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে দিলীপ ঘোষের বিরুদ্ধে।

এরকম কেস, পরোয়ানা লাগাতার হচ্ছে

এরকম কেস, পরোয়ানা লাগাতার হচ্ছে

এব্যাপারে এদিন বরাহনগরে চা চক্রে যোগ দেওয়া দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, এরকম কেস, পরোয়ানা লাগাতার হতে থাকে। তিনি বলেন, আইনের পদ্ধতি শুরু হয়েছে। আইনের মাধ্যমেই এর জবাব দেওয়া হবে। তিনি বলেন, উকিল কথা বলছেন, জামিন নেবেন। তিনি সরকারের প্রতি কটাক্ষ করে বলেন, যে সরকার পুলিশ দেখিয়ে, আদালত দেখিয়ে মানুষকে আটকে রাখতে চায়, তারা যে হেরে গিয়েছে, তাতেই তা প্রমাণ হয়ে গিয়েছে।

ধর্ষণ, খুনে কটা মামলায় চার্জশিট

ধর্ষণ, খুনে কটা মামলায় চার্জশিট

এদিন দিলীপ ঘোষ প্রশ্ন করেন, পাড়ায় পাড়ায় ধর্ষণ ও খুনের অনেক ঘটনা ঘটেছে। সেইসব মামলার মধ্যে কতগুলিতে চার্জশিট দিয়েছে পুলিশ, আর কতজনের সাজা হয়েছে। তিনি বলেন, অন্য রাজ্যে ছয় আট মাসে এই ধরনের মামলায় সাজা হয়। তিনি বলেন, তৃণমূলের লোক খুনে, বিজেপির লোককে খোঁজা হচ্ছে কীভাবে তাঁকে ফাঁসানো যাবে। তিনি বলেন, সাজা না হওয়ায় দুষ্কৃতীদের সাহস বেড়ে যাচ্ছে। সরকার যে হেরে গিয়েছে এটাই তার প্রমাণ।

পিছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ

পিছনের দরজা দিয়ে ক্ষমতা ভোগ

ববি হাকিমের বক্তব্য সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল দিলীপ ঘোষকে। ববি হাকিম বলেছিলেন দিলীপ ঘোষ পাগলের মতো ঘুরে বেড়ান। তাই তাঁকে বাধা দিয়ে দাম বাড়াতে চায় না তৃণমূল। এসম্পর্কে দিলীপ ঘোষ বলেন, কে পাগল না ছাগল তা মে মাসে বোঝা যাবে। পিছনের দরজা দিয়ে যাঁরা ক্ষমতা ভোগ করছে, তাদের কি বলার নৈতিক অধিকার আছে, প্রশ্ন করেন দিলীপ ঘোষ।

 বাংলা সন্ত্রাসবাদীদের আখড়া

বাংলা সন্ত্রাসবাদীদের আখড়া

প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, বাংলা এখন সন্ত্রাসবাদীদের আখড়ায় পরিণত হয়েছে। বাংলার বিভিন্ন জায়গা থেকে জঙ্গি সন্দেহে একাধিক ব্যক্তিকে গ্রেফতারের প্রসঙ্গও তিনি তুলে ধরেন। তিনি বলেন কাশ্মীরের থেকেও রাজ্যের পরিস্থিতি খারাপ।

 বাংলাকে ইরাক, আফগানিস্তানের সঙ্গে তুলনা! ২০২১-এ বাংলায় যে 'পরিবর্তন' অপেক্ষায় বাংলাকে ইরাক, আফগানিস্তানের সঙ্গে তুলনা! ২০২১-এ বাংলায় যে 'পরিবর্তন' অপেক্ষায়

English summary
Dilip Ghosh claims Modi Raj will be in West bengal after 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X