For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রাম থেকেই ফের বাংলায় পরিবর্তন হবে, ২০২১ এর লক্ষ্যে নয়া ডাক দিলীপ ঘোষের

নন্দীগ্রামে একবার পরিবর্তন হয়েছে। আরেকবার পরিবর্তন হবে। আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

  • |
Google Oneindia Bengali News

নন্দীগ্রামে একবার পরিবর্তন হয়েছে। আরেকবার পরিবর্তন হবে। নন্দীগ্রাম থেকেই রাজ্যে ফের পরিবর্তন হবে। এমনটাই আশা করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি নন্দীগ্রাম থেকেই পরিবর্তন হবে। সেখানে বিজেপি কর্মীরা লড়াই করছেন। তাদের কেস দেওয়া হচ্ছে। আন্দোলনে বাধা দেওয়া সত্ত্বেও সেখানে বিজেপি কর্মীয়া সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের দাবি

দিলীপ ঘোষের দাবি

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, নন্দীগ্রামে একবার পরিবর্তন হয়েছে, আরেকবার হবে। ওখানে দলের কর্মীরা লড়াই করছেন বলে জানিয়ে দিলীপ ঘোষ বলেন, আন্দোলনে থাকা কর্মী সমর্থকদের কেস দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও তাঁরা সক্রিয় আছেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।

 'নন্দীগ্রামে বিজেপি যাবে শক্তিশালী জায়গায়'

'নন্দীগ্রামে বিজেপি যাবে শক্তিশালী জায়গায়'

নন্দীগ্রামে আন্দোলনরত বিজেপি কর্মীদের পাশে রয়েছে বিজেপি নেতৃত্ব। আগামী দিনে সেখানে কিছুদিনের মধ্যে দল শক্তিশালী জায়গায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন তিনি।

আগেও নন্দীগ্রাম নিয়ে আক্রমণ দিলীপ-মুকুলের

আগেও নন্দীগ্রাম নিয়ে আক্রমণ দিলীপ-মুকুলের

মোদীর দ্বিতীয়বার শপথ গ্রহণের অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছিল রাজ্য তৃণমূলের হামলায় নিহত বিজেপি কর্মীর পরিবারের সদস্যদের। সেইজন্য সেই অনুষ্ঠানে যোগ দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির তরফে বলা হয়েছিল ২০১১ সালে কী করেছিলেন মমতা? শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির করিয়েছিলেন সেখানকার নিহতদের পরিবারের সদস্যদের।

English summary
Dilip Ghosh claims another change will happen in Nandigram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X