For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিনদিন ধরে রেল অবরোধ কুড়মিদের, নেপথ্যে কে? বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

তিনদিন ধরে রেল অবরোধ কুড়মিদের, নেপথ্যে কে? বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

Google Oneindia Bengali News

তিনদিন ধরে লাগাতার রেল অবরোধে জেরবার অবস্থা পুরুলিয়া-আদ্রা শাখার যাত্রীদের। নিজেেদর দাবিতে অনড় থেকে বিক্ষোভ জারি রেখেছেন তাঁরা। প্রায় ৪০টি ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে। তিনদিন ধরে লাগাতার এই ট্রেন অবরোধে কুড়মি সম্প্রদায়কে মদত দিচ্ছে টিএমসি। এমনই দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ।

তিনদিন ধরে রেল অবরোধ কুড়মিদের, নেপথ্যে কে? বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

তফশিল উপজাতি সংরক্ষণে অন্তভুক্ত করতে হবে তাঁদের। এই দাবিতে গত ৩দিন ধরে লাগাতার পুরুিলয়া আদ্রা শাখায় রেল অবরোধে বসেছেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। যার জেরে প্রথম দিন থেকেই পুরুিলয়া খড়গপুর শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছে। নাজেহাল নিত্যযাত্রীরা। শুক্রবারে জারি রয়েছে অবরোধ। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এই অবরোধের তীব্র িনন্দা করেছেন এবং তিনি অভিযোগ করেছেন এই আন্দোলনের নেপথ্যে রয়েছে টিএমসি। তাঁরাই মদত দিচ্ছে কুড়মিদের অবরোধকে।

কুড়মিদের রেল অবরোধের জেরে ৪০টি ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। দিলীপ ঘোষ অভিযোগ করেছেন,' এভাবে রেল আটকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি হয় না। আন্দোলেনর পেছনে তৃণমূলের মদত আছে। এর ফলে পিছিয়ে পড়ছে বাংলাই'।

যে ট্রেনগুলি বাতিল হয়েছে তার মধ্যে রয়েছে টাটানগর খড়গপুর স্পেশাল, টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস, ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস, টাটানগর দানাপুর এক্সপ্রেস, টাটানগর আসানসোল স্পেশাল, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, চক্রধরপুর টাটানগর এক্সপ্রেস। পুজোর মুখে লাগাতার তিনদিন ঘরে ট্রেন অবরোধে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় একাধিক রেল স্টেশন ও জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে।

English summary
Dilip Ghosh attack TMC over rail Roko
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X