For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার মানুষ মমতার সঙ্গে নেই, কাটমানির সরকারকে উৎখাতের ডাক দিলীপের

বাংলার মানুষ মমতার সঙ্গে নেই, কাটমানির সরকারকে উৎখাতের ডাক দিলীপের

Google Oneindia Bengali News

বাংলায় কৃষকরা মমতার সঙ্গে নেই। কিষাণ সম্মান নিধি চালু করেনি মমতার সরকার। তাই গরিব কৃষকরা তাঁদের প্রাপ্য টাকা পাননি। সেই টাকা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে নির্বাচনী জনসভা থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বাংলার মানুষ মমতার সঙ্গে নেই, কাটমানির সরকারকে উৎখাতের ডাক দিলীপের

দিলীপ ঘোষ ভরা সভায় বলেন, কেউ চিন্তা করবেন না। বিজেপি ক্ষমতায় এলে সবাইকে কৃষাণ সম্মান নিধির টাকা দেবে। প্রতি বছর ১০ হাজার টাকা করে দেওয়া হবে কৃষকদের। এতদিনের টাকা সুদে-আসলে দেওয়া হবে। বিজেপি যেদিন মন্ত্রিসভা গঠন করবে, তারপরদিনই মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু কাটমানি খেয়েছে। শৌচালয় তৈরিতেও তারা কাটমানি খায়। তাই শৌচালয় ছোট হয়ে যাচ্ছে। ছাউনি নেই, দরজা নেই। একমাত্র বিজেপি ক্ষমতায় এলে এই কাটমানি খাওয়া সরকারের হাত থেকে রক্ষা পাবে বাংলার মানুষ। বাংলাকে রক্ষা করবে আমরা। তাই বিজেপিকে ক্ষমতায় আনুন। পদ্ম চিহ্নে ভোট দিন।

উত্তরপ্রদেশের দুষ্কৃতীদের 'গায়েব' হওয়ার প্রসঙ্গ তুলে তৃণমূলকে কোন হুঁশিয়ারি যোগীর উত্তরপ্রদেশের দুষ্কৃতীদের 'গায়েব' হওয়ার প্রসঙ্গ তুলে তৃণমূলকে কোন হুঁশিয়ারি যোগীর

English summary
Dilip Ghosh calls to defeat Mamata Banerjee’s TMC to save Bengal from cut-money
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X