For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার সরকারকে ‘লিজ’ দিয়েছেন মমতা! প্রশান্তের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ দিলীপের

তৃণমূল কংগ্রেস এখন লিজ দিয়ে দিয়েছে বাংলার সরকারটাকেই। সোমবার রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে রাজ্যের শাসক দলকে একহাত নেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস এখন লিজ দিয়ে দিয়েছে বাংলার সরকারটাকেই। সোমবার রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে রাজ্যের শাসক দলকে একহাত নেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূলের সরকার চালানোর যোগ্যতা নেই। সেই কারণেই প্রশান্ত কিশোরকে সরকার লিজ দেওয়া হয়েছে। বাংলার মানুষ আর এই সরকারের সঙ্গে নেই।

ভরসা নেই, সরকার লিজ

ভরসা নেই, সরকার লিজ

তাঁর কথায়, তৃণমূল সরকার প্রতিষ্ঠার পর বলা হয়েছিল বাংলায় মা-মাটি মানুষের সরকার এসেছে। কিন্তু এই ক-বছরেই সেই সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে মানুষ। এই সরকারেরও আর ভরসা নেই মানুষের উপর। তাই সরকার লিজ দেওয়া হয়েছে প্রশান্ত কিশোরকে। এবার তৃণমূলকে সরিয়ে মানুষের সরকার গঠন করবে বিজেপি।

দলের পর, সরকারেরও লিজ

দলের পর, সরকারেরও লিজ

তিনি বলেন, এখন সরকারি ভবনে দফতর খুলেছে প্রশান্ত কিশোরের সংস্থা। সেই সংস্থার কর্মীরা এখন সরকারি কর্মীদের নির্দেশ দিচ্ছে। ব-কলমে তাঁরাই যেন সরকার চালাচ্ছে। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ, তৃণমূলের লিজ আগেই নিয়েছিলেন প্রশান্ত কিশোর, এবার তিনি নিয়েছেন সরকারের লিজ। তাঁরা কিছুতেই সরকারকে ‘লিজ' দেওয়া মানবেন না।

মমতার অভ্যাসে নেই, অচিরেই দ্বন্দ্ব

মমতার অভ্যাসে নেই, অচিরেই দ্বন্দ্ব

তিনি আরও বলেন, প্রশান্ত কিশোরের নির্দেশ মতো দল ও সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আর যোগ্যতা নেই সরকার চালানোর। অনিচ্ছা সত্ত্বেও প্রশান্ত কিশোরের কথা শুনতে চলতে হচ্ছে তাঁকে। কিন্তু কারও কথা তিনি শুনে চলতে পারেন না। এটা তাঁর অভ্যাসে নেই। তাই বেশিদিন নয়, অচিরেই উভয়ের দ্বন্দ্ব বাধবে।

কাটমানি কালচার তৃণমূলের

কাটমানি কালচার তৃণমূলের

এছাড়া তিনি বলেন, তৃণমূল কাটমানি কালচার চালু করেছে রাজ্যে। এই কাটমানি জন্য বাংলার বদনাম হচ্ছে। সর্বত্রই কাটমানি খেয়েছে তৃণমূল। এখনও সেই ধারা অব্যাহত। শিলিগুড়িতে জঙ্গল কেটে রিসর্ট তৈরি হয়েছে, সেই রিসর্ট তৈরিতেও কাটমানি নিয়েছে তৃণমূল। আর কাটমানি নিয়ে প্রতিবাদ করলেই জুটছে পুলিশের লাঠি।

[কর্ণাটকে ভয়াবহ বন্যা, বিপর্যস্ত জনজীবন, দেখুন দুর্দশার জলছবি]

English summary
Dilip Ghosh blasts TMC have leased the West Bengal’s government. He alleges Prashant Kishore takes the lease of government now after TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X