For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলই প্রমাণ করে দিল রাজ্যে সন্ত্রাস চলছে, কী করে প্রমাণ হল জানালেন দিলীপ

রাষ্ট্রপতির কাছে দরবার করে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিল রাজ্যে সন্ত্রাস চলছে। শনিবার মালদহে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মনোনয়ন পর্বে সন্ত্রাস নিয়ে সরব দিলীপ ঘোষ।

Google Oneindia Bengali News

রাষ্ট্রপতির কাছে দরবার করে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিল রাজ্যে সন্ত্রাস চলছে। শনিবার মালদহে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মনোনয়ন পর্বে সন্ত্রাস নিয়ে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনের দ্বারস্থ হয় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ নিয়ে। আর এই অভিযোগেই তৃণমূল পরিষ্কার করে দিয়েছে রাজ্যে সন্ত্রাস করেছে তৃণমূল কংগ্রেস।

তৃণমূলই প্রমাণ করে দিল রাজ্যে সন্ত্রাস চলছে, তোপ দিলীপের

এদিন তিনি বলেন, এবার সময় এসেছে। আর বিজেপিকে নিয়ে নয়, এবার তৃণমূল নিজেদের নিয়ে ভাবুক। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কোথাও কোন সন্ত্রাস নেই, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। আবার তাঁর দলের সাংসদরা দল বেঁধে রাষ্ট্রপতির কাছে দরবার করে বলছেন পশ্চিমবঙ্গে সন্ত্রাস চলছে। তাঁদের দ্বিচারিতায় প্রমাণ হয়ে গিয়েছে, রাজ্যে কারা সন্ত্রাস করছে।

বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ নিয়ে গিয়েছে দিল্লিতে। আর রাজ্যে নিজের মনোনয়ন পর্বেই জয়ী ৩৪ শতাংশ আসনে। এসব নাটক বুঝতে বাংলার মানুষের আর বাকি নেই। বিজেপি সন্ত্রস্ত প্রার্থীদের নিয়ে দরবার করেছিল স্বরাষ্ট্রমন্ত্রী ও উপরাষ্ট্রপতির কাছে।

তাঁর কথায়, তৃণমূল তাই বিজেপির দেখাদেখি নাটক করতে গিয়েছে। দিল্লিতে গিয়ে বলছে- বিজেপি মারছে। সংঘর্ষ করছে। এসব করে আর রক্ষা পাবে না তৃণমূল। নিজেরা সন্ত্রাস করে মনোনয়ন দিতে না দিয়ে দিল্লিতে গিয়ে যত নাটক করবে, ততই বাংলায় বিজেপির জমি শক্ত হবে।

English summary
BJP state president Dilip Ghosh attacks Trinamool Congress on their Delhi tour. He criticizes TMC’s President Bhawan Campaign.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X