For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি এখন বঙ্গে দর্শকাসন ছেড়ে খেলোয়াড় হয়েছে, দিলীপ বাণে বিদ্ধ তৃণমূল

আগের সব নির্বাচন ভুলে যান। এবার অন্য লড়াই। এবার অন্যরূপে ময়দানে নামছে বিজেপি। উত্তর ২৪ পরগনার কর্মিসভা থেকে বিজপি রাজ্য সভাপতি কড়া বার্তা দিলেন তৃণমূলকে।

  • |
Google Oneindia Bengali News

আগের সব নির্বাচন ভুলে যান। এবার অন্য লড়াই। এবার অন্যরূপে ময়দানে নামছে বিজেপি। উত্তর ২৪ পরগনার কর্মিসভা থেকে বিজপি রাজ্য সভাপতি কড়া বার্তা দিলেন তৃণমূলকে। তাঁর সাফ কথা, বিগত নির্বাচনগুলিতে বিজেপি ময়দানে ছিল না সে অর্থে। এবার একেবারে খেলোয়াড় হয়েই ময়দানে নামছে গেরুয়া শিবির। অতএব সাবধান।

দর্শকাসন থেকে খেলোয়াড় বিজেপি

দর্শকাসন থেকে খেলোয়াড় বিজেপি

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্বীকারোক্তি, বিগত নির্বাচনগুলিতে ময়দানে ছিল না বিজেপি, ছিল দর্শকাসনে। এবার কিন্তু তারা খেলোয়াড় হয়ে ময়দানে নামছে। তাই আর কারও ঠাঁই হবে না ভোটো ময়দানে। এবার ভোট ময়দানে গেরুয়া ঝড় উঠবে। তৃণমূল বা পুলিশ সব থাকবে ১০০ গজ দূরে। এবার পুলিশকে গাছতলায় বসিয়ে ছাড়বেন তিনি।

এবার ভোট করবে দাদার পুলিশ

এবার ভোট করবে দাদার পুলিশ

দিলীপ ঘোষ এদিন তৃণমূলকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করে বলেন, আর দিদির পুলিশ নয়, ভোট করবে দাদার পুলিশ। তাই সাবধান। এবার আর কারচুপি করে জেতা যাবে না। এবার বিজেপিই জিতবে ভোটে। তাই এখন থেকেই ভয়ে কাঁপছে তৃণমূল কংগ্রেস।

রথের চাকায় পিষ্ট হবে বিরোধীরা

রথের চাকায় পিষ্ট হবে বিরোধীরা

দিলীপ আরও বলেন, লোকসভা নির্বাচনের আগেই বিজেপির রথের চাকা গড়াতে শুরু করেছে। আর সেই রথের চাকায় পিষ্ট হয়ে যাবে বিরোধীরা। রথ আটকানো তো দূর অস্ত, বিজেপির রথের কাছে ঘেঁষলে বাড়িতে ফোটো ঝুলিয়ে দেবেন তিনি, চরম বার্তা দেন দিলীপ ঘোষ। তিনি সাবধান করে দেন, ভুলেও ওই ভুলটি করবেন না কেউ।

আল্লার টুপি পরুন, তৃণমূলের টুপি নয়

আল্লার টুপি পরুন, তৃণমূলের টুপি নয়

দিলীপ ঘোষ বলেন, দেশের স্বার্থে সারা দেশে এনআরসি হওয়া উচিত। সারা দেশেই এনআরসি হবে। বংশপরম্পরায় এ দেশে থাকা মুসলিমদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কীসের ভয়। আপনারা আল্লাহর টুপি পরেছেন, পরুন। কিন্তু টিএমসির টুপি পরবেন না।

অনুপ্রবেশকারীদের বার্তা দিলীপের

অনুপ্রবেশকারীদের বার্তা দিলীপের

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী বিল আনতে চলেছেন এনআরসি নিয়ে। অনুপ্রবেশকারীদের এ দেশ রাখা যাবে না। রাখা হবে না। সংসদে তাই এ বিষয়ে বিল আনবেন প্রধানমন্ত্রী। বিজেপি ক্ষমতায় থাকলে সারা দেশেই এনআরসি হবে। কোনও অনুপ্রবেশকারীর এ দেশে ঠাইঁ নেই।

প্রসঙ্গ মুকুল রায়

প্রসঙ্গ মুকুল রায়

মুকুল রায়কে নিয়ে কদিন ধরেই কড়া বিবৃতি দিলেও উত্তর ২৪ পরগনার কর্মিসভায় তিনি নমনীয় ছিলেন। দিলীপ ঘোষ বলেন, যার যেটা গুণ আমরা সেটা কাজে লাগানোর চেষ্টা করছি। আমরা তাঁকে সেভাবেই ব্যবহার করছি। গুণের কদর করতে জানে বিজেপি। তাঁরা তাই করছেন।

[আরও পড়ুন: তৃণমূলের টুপি ভুলেও পরবেন না, আল্লার টুপিধারী ব্যাখ্যায় সংখ্যালঘুদের বার্তা দিলীপের][আরও পড়ুন: তৃণমূলের টুপি ভুলেও পরবেন না, আল্লার টুপিধারী ব্যাখ্যায় সংখ্যালঘুদের বার্তা দিলীপের]

English summary
BJP state president Dilip Ghosh attacks TMC that BJP now on stage in Loksabha Election. He gives message to minority muslim not to go with TMC,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X