দাঁতনে রোড শো দিলীপের! একযোগে পুলিশ ও তৃণমূলকে হুঁশিয়ারি
আবারও পুলিশ ও শাসকদলকে হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। প্রথম দফা লোকসভা ভোটের আগের দিন নিজের কেন্দ্র মেদিনীপুরের দাঁতনে রোড শো করেন দিলীপ ঘোষ।

দাঁতনে দিলীপ ঘোষের হুঁশিয়ারি
দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, শুধরে যান। নাহলে ভোট দিতে দেওয়া হবে না। তৃণমূল পার্টি অফিসের পাশাপাশি তৃণমূল কর্মীদের বাড়িতে তালা মেরে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

পুলিশকে দেখে নেওয়ার হুমকি
এদিন দাঁতনে পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর কেন্দ্রের প্রার্থী। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে যেসব পুলিশ
কেস দিয়েছে তাঁদের দেখে নেওয়া হবে। এদিন কোচবিহারের পুলিশ সুপারের বদল প্রসঙ্গও তুলে ধরেন দিলীপ ঘোষ। বলেন দাদাগিরি চলবে না।
[আরও পড়ুন: 'মোদীজি,এবার তদন্ত হবে,সত্যিটাও বেরোবে', রাফালে নিয়ে কংগ্রেসের ঝাঁঝালো আক্রমণ]

বিরোধী প্রার্থীর সমালোচনা
মেদিনীপুর কেন্দ্রে দিলীপ ঘোষের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়া। তাঁকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, জামাকাপড় বদল করার মতো করে দল
বদল করেন তিনি। এবারের নির্বাচনে মানুষ তাঁকে প্যাক করে দেবে বলে জানান দিলীপ ঘোষ।
[আরও পড়ুন: পাশে পুরো পরিবার! আমেথিতে মনোনয়ন দাখিল করলেন রাহুল, রাস্তায় জনসমুদ্র]