For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুতো মেরে গরু দান তৃণমূলের! মমতার কথায় 'মান্যতা' দিলীপের

জুতো মেরে গরু দান তৃণমূলের! মমতার কথায় 'মান্যতা' দিলীপের

Google Oneindia Bengali News

আম্ফানের ত্রাণে দুর্নীতির অভিযোগে যাঁদের বিরুদ্ধে তৃণমূল ব্যবস্থা নিয়েছে, তা হিম শৈল্যের চূড়া মাত্র। পশ্চিম মেদিনীপুরে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। যে সেব এলাকায় ঝড় হয়নি,সেসব এলাকাতেও ত্রাণের টাকা বিলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

 জুতো মেরে গরু দান

জুতো মেরে গরু দান

দিলীপ ঘোষের অভিযোগ ২ লক্ষ লোক টাকা খেয়েছে। তার মধ্যে ২০০ জনকে শাস্তি দিয়ে তৃণমূল মনে করছে জুতো মেরে গরু দান করে দিলাম।

ঝড় না হওয়া এলাকাতেও ত্রাণের টাকা

ঝড় না হওয়া এলাকাতেও ত্রাণের টাকা

দিলীপ ঘোষ অভিযোগ করে বলেছেন, খড়গপুর, মেদিনীপুরে ঝড় হয়নি। কিন্তু সেখানেও ত্রাণের টাকা বিলি করা হয়েছে। কারা পেয়েছেন, তা সবাই জানেন। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

মমতার কথা 'মান্যতা' দিলীপের

মমতার কথা 'মান্যতা' দিলীপের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, আম্ফানে ক্ষতিগ্রস্ত ৯৯% মানুষ ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর দাবিকে কটাক্ষ করে বলেছেন, মুখ্যমন্ত্রীর কথার সঙ্গে তিনি একমত। যাঁরা টাকা পেয়েছেন, তাঁদের ৯৯% তৃণমূলের। তাঁদের কারও বাড়ি ভাঙেনি।

রাজ্যে নির্বাচিত সাংসদের সুরক্ষা নেই়

রাজ্যে নির্বাচিত সাংসদের সুরক্ষা নেই়

দিলীপ ঘোষের অভিযোগ রাজ্যে নির্বাচিত সাংসদ অর্জুন সিং-এর সুরক্ষা নেই। তাঁর বাড়ির একদিকে থাকে পুলিশ অন্যদিকে গুণ্ডা। শুধু অর্জুন সিংই নন, একাধিক নেতা যাঁরা অন্য দল থেকে এসেছেন, তাঁদের প্রতি এমনই ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এই সরকার যতদিন থাকবে হিংসার রাজনীতি চলতে থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।

ফের দুর্যোগের ঘনঘটা উত্তরবঙ্গ জুড়ে! বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ফের দুর্যোগের ঘনঘটা উত্তরবঙ্গ জুড়ে! বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে

English summary
Dilip Ghosh attacks TMC and Mamata Banerjee on Amphan and Ration Corruption
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X