For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দিদি নন্দীগ্রাম ভাবছেন, আর ভবানীপুর আমরা জিতে নেব', মমতার খাস তালুকে দাঁড়িয়ে হুঙ্কার দিলীপের

'দিদি নন্দীগ্রাম ভাবছেন,আর ভবানীপুর আমরা জিতে নেব', মমতার খাস তালুকে দাঁড়িয়ে হুঙ্কার দিলীপের

  • |
Google Oneindia Bengali News

রাজ্য রাজনীতির টি টুয়েন্টি কার্যত উপস্থিত একুশের ভোট ঘিরে। একদিনে এদিন মমতার নন্দীগ্রাম সভার পরই কলকাতায় তৃণমূলের জোরদার ডেরায় দেড়ঘণ্টা বিজেপির রোড শো চলে । যার প্রধান মুখ ছিলেন, শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষরা। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। এদিকে, এমন এক সভা থেকে কার্যত পর পর তোপে মমতাকে তাক করেন দিলীপ ঘোষ।

 'দিদি নন্দীগ্রাম দেখছেন, আমরা ভবানীপুর জিতে নেব'

'দিদি নন্দীগ্রাম দেখছেন, আমরা ভবানীপুর জিতে নেব'

এদিন কলকাতার বুকে বিশাল রোড শোর শেষে রাসবিহারীতে সভা করেন শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষরা। ততক্ষণে কলকাতার বুকে রণক্ষেত্রের পর্ব খানিটা শান্ত। আর সভামঞ্চে উঠেই দিলীপ ঘোষ সাফ বার্তায় বলেন, 'দিদি সেফ সিট খুঁজছেন। আর তাই নন্দীগ্রামে ভাবছেন জেতা যায় কি না। আর এদিকে ভবানীপুর আমরা জিতে নেব।'

'কোনও আসনই তৃণমূল নেতাদের জন্য সেফ নয়'

'কোনও আসনই তৃণমূল নেতাদের জন্য সেফ নয়'

এদিকে, দিলীপ ঘোষ বলেন, কোনও আসনই তৃণমূল নেতাদের জন্য সেফ নয় বাংলায়। তিনি মমতার খাস তালুকে কলকাতার মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, কোথায় কত ভোটে হারাতে হবে শুধু বলে দিন, বিজেপি কর্মীরা সেখানেই তৃণমূলকে হারাবে।

'ফেব্রুয়ারির পর পতাকা লাগনোর লোক হবে না'

'ফেব্রুয়ারির পর পতাকা লাগনোর লোক হবে না'

দিলীপ ঘোষ এদিন সপর চড়া করে বলেন, আজ কলকাতায় তাঁদের দলের শক্তি প্রদর্শনের কেবলমাত্র একটা ডেমো ছিল এই রোড শো। ফেব্রুয়ারির পর মমতা শিবিরের পার্টি অফিসে ঝান্ডা লাগানোর লোক পাওয়া যাবে না বলে সুর তোলেন দিলীপ।

 বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে দিলীপ

বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে দিলীপ

এদিন দিলীপ ঘোষ জানিয়ে দেন, বিজেপির মুখ্যমন্ত্রী কে হবে, তা নিয়ে অনেকের অনেক প্রশ্ন। যাবতীয় প্রশ্নের উত্তর ২৩ মে নবান্নের অন্দরে মিলবে। যেখানে বিজেপির মুখ্যমন্ত্রী বসতে চলেছেন।

মমতাকে ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর, লড়াই নন্দীগ্রাম বনাম কালীঘাটের মমতাকে ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর, লড়াই নন্দীগ্রাম বনাম কালীঘাটের

English summary
Dilip Ghosh attacks Mamata in Kolkata over her candidature annoucement from Nandigram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X