মোদীকে আক্রমণের ভাষাতেই মমতাকে আক্রমণ! কারণ জানিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিলেন দিলীপ
এযেন একেবারে ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া মুখ্যমন্ত্রীর স্লোগানের পাল্টা স্লোগান। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে এক্সপায়ারি প্রধানমন্ত্রী বলেছিলেন। সূত্রের খবর অনুযায়ী,এবার দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন এক্সপায়ারি মুখ্যমন্ত্রী। একইসঙ্গে পুলিশকে তোলাবাজি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

'এক্সপায়ারি মুখ্যমন্ত্রী'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্সপায়ারি মুখ্যমন্ত্রী বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। হাওড়া শরৎ সদনে এক অনুষ্ঠানে তিনি বলেন, সম্প্রতি রাজ্যে ৮ টি বিধানসভা আসনের উপনির্বাচন হয়। তার মধ্যে বিজেপি জিতেছে ৪ টি আসনে। আর এই ফলেই প্রমাণিত এই মুখ্যমন্ত্রী হলেন এক্সপায়ারি মুখ্যমন্ত্রী। মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

পুলিশকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের
এদিন পুলিশকেও হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। পুলিশের তোলাবাজি প্রসঙ্গে প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, ইতিমধ্যেই সাধারণ মানুষ পুলিশকে তোলা তুলতে দেখলেই তাড়া করছে। পুলিশ প্রশাসনের ওপর থেকে মানুষের বিশ্বাস চলে গিয়েছে বলেও দাবি করেন তিনি।

'দুষ্কৃতীদের ওপর নিয়ন্ত্রণ নেই পুলিশের'
রাজ্য বিজেপি সভাপতি অভিযোগ করে বলেন, এখন দুষ্কৃতীদের ওপর কোনও নিয়ন্ত্রণ নেই পুলিশের। এপ্রসঙ্গে প্রকাশ্যে বোমা-গুলির চলার কথাও উল্লেখ করেন তিনি।