For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীর প্যাকেজে নাম কিনছেন দিদি, মমতাকে বিঁধলেন দিলীপ ঘোষ

মোদীর প্যাকেজে নাম কিনছেন দিদি, মমতাকে বিঁধলেন দিলীপ

Google Oneindia Bengali News

নরেন্দ্র মোদীর প্যাকেজ ঝটকায়, মুখে কুলুপ এঁটেছে বিরোধীরা। বৃহস্পতিবার আত্মনির্ভর ভারত অভিযান প্যাকেেজর দ্বিতীয় ঘোষণা শোনার পর এই ভাষাতেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কেন্দ্রের টাকায় নাম কিনছেন মমতা

কেন্দ্রের টাকায় নাম কিনছেন মমতা

এতোদিন ধরে যা চেয়ে আসছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বৃহস্পতিবার এক কথার তার সবটাই ঢেলে দিয়েছেন মোদী। পরিযায়ী শ্রমিক থেকে হকার, ক্ষুদ্রচাষি, মধ্যবিত্ত সকলের জন্য আর্থিক প্যাকেজে বিশেষ বরাদ্দের কথা ঘোষণা করেছেন। তারপরে আর একটি শব্দও খরচ করেননি মমতা। এই সুযোগে মমতার বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি অভিযোগ করেছেন দাদার টাকায় নাম কিনছেন দিদি। একেই বলে প্যাকেজের ঝটকা। একটা কথা বলতে পারছেন না বিরোধীরা।

মমতার আক্রমণ

মমতার আক্রমণ

গতকাল আত্মনির্ভর ভারত অভিযান প্যাকেজ ঘোষণার প্রথম দিেন বাংলার মুখ্যমন্ত্রী ফুঁসে উঠে বলেছিলেন 'বিগ জিরো'। কোনও দিশা নেই এই প্যাকেজের। মানুষকে ভুল বোঝাতেই মোদী ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের কথা বলেছেন। জিডিপির ১০ শতাংশ এই আর্থিক প্যাকেজ আসলে অন্তঃসার শূন্য বলে দাবি করেছিলেন মমতা।

এক দেশ এক রেশন কার্ড

এক দেশ এক রেশন কার্ড

নির্ধারিত সময়ের আগেই এক দেশ এক রেশন কার্ড চালু করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এতে পরিযায়ী শ্রমিকদের অন্নের সংস্থান হবে বলে জানিয়েছেন তিনি। অগস্টেই গোটাদেশে এটা কার্যকর করা হবে বলেছেন। কিন্তু আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে এক দেশ এক রেশন কার্ড চালু করা হবে না রাজ্যে এমনই ঘোষণা করেছিলেন।

রেশন নিয়ে দুর্নীতি

রেশন নিয়ে দুর্নীতি

এক দিকে যখন কেন্দ্রের তরফে আরও ২ মাস গরিব মানুষকে বিনামূল্যে চাল-ডাল রেশনে দেওয়ার কথা বলা হয়েছে তখন রাজ্যে রেশন দুর্নীতি চরমে উঠেছে। খাদ্য সচিব বদল করেও তা নিয়ন্ত্রণে আনতে পারছেন না তিনি। গতকালই নবান্নে সাংবাদিক বৈঠক করে রেশন ডিলারদের চাল-ডাল লুকিয়ে না রাখার কথা বলেছেন তিনি।

মিলবে খাদ্য সুরক্ষা, কৃষক–হকারদের দেওয়া হবে আর্থিক সুবিধা: ‌সীতারমনের বৈঠকের পর মন্তব্য মোদীর মিলবে খাদ্য সুরক্ষা, কৃষক–হকারদের দেওয়া হবে আর্থিক সুবিধা: ‌সীতারমনের বৈঠকের পর মন্তব্য মোদীর

English summary
Dilip Ghosh attack Mamata over Modi's Atmanirbhar Bharat Abhiyan package
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X