For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বামেদের নেতা এখন কানাইয়া আর ঐশী, বাম-কংগ্রেসকে একযোগে আক্রমণ দিলীপের

দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হয়েই বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ। নতুন উদ্যোমে বাম-কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপির নব নির্বাচিত রাজ্য সভাপ

Google Oneindia Bengali News

দ্বিতীয়বার সভাপতি নির্বাচিত হয়েই বিরোধীদের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ। নতুন উদ্যোমে বাম-কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন বিজেপির নব নির্বাচিত রাজ্য সভাপতি। তিনি অভিযোগ করেছেন রাজ্যে বাম-কংগ্রেস অস্তিত্বহীন হয়ে পড়েছে। আসন কমতে কমতে শূন্যতে এসে দাঁড়িেয়ছে বামেরা। কানাইয়া আর ঐশী এখন বামেদের নেতা।

বাম-কংগ্রেসকে আক্রমণ দিলীপে

বাম-কংগ্রেসকে আক্রমণ দিলীপে

সভাপতি নির্বাচিত হয়েই ফের বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানালেন দিলীপ। দিলীপ ঘোষ সরাসরি বলেছেন এখন এই ধরনের বিতর্কিত মন্তব্য তিনি করবেন। এটা শোনার অভ্যাস করে নিতে হবে বিরোধীদের। কারণ এখন তাঁদেরই বলার সময়। দিলীপের এই বক্তব্য বুঝিয়ে িদয়েছে আগামিদিনে আরও আগ্রাসী হতে চলেছেন তিনি। নিজের গুলি মারার মন্তব্যের অনড় থেকে দিলীপ বামেদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেছেন তাঁরা রাজ্য থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তাঁদের নেতা এখন কানাইয়া, ঐশী। ঐশীর নাক টিপলে সর্দি বেরোয়। এমনই অবস্থা বামেদের নেতানেত্রীদের। কংগ্রেসের বিরুদ্ধেও একইভাবে আক্রমণ শানিয়েছেন দিলীপ।

গুলি মারার মন্তব্যে অনড় দিলীপ

গুলি মারার মন্তব্যে অনড় দিলীপ

রানাঘাটে সিএএ-প্রচারে গিয়ে দিলীপ বলেছিলেন সিএএ বিরোধী আন্দোলনকারীদের গুলি করে মারা উচিত। এই মন্তব্যের পর দলের অন্দরেই সমালোচিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। প্রশ্ন উঠেছিল তাঁর সভাপতি পদ থাকা নিয়ে। শেষে ফের সেই সভাপতি পদে নির্বাচিত হয়ে দিলীপ নিজের মন্তব্য অনড় থাকার কথা জানিয়েছেন। এবং এর পর আরও বেশি করে এই ধরনের মন্তব্য শুনতে হবে বলে বিরোধীদের জানিয়েছেন দিলীপ

পাখির চোখ বিধানসভা ভোট

পাখির চোখ বিধানসভা ভোট

আরএসএসের উগ্রতা ধরা পড়ে দিলীপের আচরণে। অমিত শাহের বক্তব্যেও সেই আরএসের উগ্রতাই ধরা পড়ে। সেকারণেই হয়তো বিধানসভা ভোটে দলের কর্মীদের চাঙ্গা রাখতে দিলীপেই ভরসা রেখেছেন তিনি। যদিও সভাপতি পদের ভোটে আর কেউ মনোনয়ন দেননি। আপাতত তিন বছরের জন্য দিলীপের আগ্রাসী আন্দোলনকেই হাতিয়ার করতে চাইছে বিজেপি।

ফের ভরসা কেন্দ্রীয় নেতৃত্বের, দ্বিতীয়বার সভাপতি পদে নির্বাচিত দিলীপ ঘোষফের ভরসা কেন্দ্রীয় নেতৃত্বের, দ্বিতীয়বার সভাপতি পদে নির্বাচিত দিলীপ ঘোষ

English summary
Dilip Ghosh attack left-congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X