For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশকর্মীদের হুঁশিয়ারি দিলীপের! ২০২১-এ ক্ষমতায় এলে কীভাবে শাস্তি দেবেন, জানালেন বিজেপি সভাপতি

ফের পুলিশকর্মীদের হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। পূর্ব বর্ধমানের রায়নায় দলীয় সভায় তিনি বলেছেন, এখনকার মিথ্যা মামলার টাকা ক্ষমতায় আসার পর পুলিশকর্মীদের থেকে উসুল করা হবে।

  • |
Google Oneindia Bengali News

ফের পুলিশকর্মীদের হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। পূর্ব বর্ধমানের রায়নায় দলীয় সভায় তিনি বলেছেন, এখনকার মিথ্যা মামলার টাকা ক্ষমতায় আসার পর পুলিশকর্মীদের থেকে উসুল করা হবে। দলীয় কর্মীদের অভিযুক্ত পুলিশকর্মীদের নাম এবং কার্যকলাপ লিখে রাখার কথাও এদিন বলেছেন দিলীপ ঘোষ।

'টাকা উসুল করা হবে পুলিশকর্মীদের থেকেই'

'টাকা উসুল করা হবে পুলিশকর্মীদের থেকেই'

তৃণমূলের মোকাবিলার যাঁদের বিরুদ্ধে বিজেপির সব থেকে বেশি অভিযোগ তারা হলেন এরাজ্যের পুলিশকর্মীরা। রায়নায় দলীয় সভায় দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের তাবেদারি করতে গিয়ে বিজেপি কর্মীদের নামে মিথ্যা কেস দেওয়া হচ্ছে। জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দিলীপ ঘোষ বলেন, ২০২১-এ ক্ষমতায় এলে, এইসব পুলিশকর্মীর থেকে মিথ্যা মামলার টাকা উসুল করা হবে। যদি কেউ অবসর নেন, তাহলে তাঁর পেনশনের টাকা থেকে উসুল করা হবে। এইসব পুলিশকর্মীদের নাম লিখে রাখার কথা বলেছেন তিনি। পাশাপাশি যেসব পুলিশ কর্মীদের যে ঘুষ দিতে হচ্ছে, তাদের নামও নিখে রাখার কথা বলেছেন তিনি।

লোকসভা নির্বাচনের আগেও হুঁশিয়ারি

লোকসভা নির্বাচনের আগেও হুঁশিয়ারি

এবারের লোকসভা নির্বাচনের প্রচারে গিয়েও দিলীপ ঘোষকে দেখা গিয়েছে, পুলিশের বিরুদ্ধে সুর চড়াতে। হালিশহরের সভায় তিনি বলেছিলেন, যেসব বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে পুলিশ, ক্ষমতায় এলে সেই পুলিশকর্মীদের কাছ থেকে মামলার টাকা তোলা হবে।

'পুলিশের লোকে বাড়িতে বউয়ের কাছে মার খান'

'পুলিশের লোকে বাড়িতে বউয়ের কাছে মার খান'

পুলিশকে নিয়ে এর আগেও দিলীপ ঘোষকে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে। জুন মাসে কেশপুরে দলীয় সভায় দিলীপ ঘোষ বলেছিলেন, এই মুখ্যমন্ত্রী জন্যই পুলিশকে বাড়ির লোক, এমন কী বউয়ের কাছেও মার খেতে হচ্ছে।

 'প্রয়োজন হলে পুলিশকে ঠ্যাঙাব'

'প্রয়োজন হলে পুলিশকে ঠ্যাঙাব'

এর আগে পুলিশ পেটানোার নিদানও দিয়েছিলেন দিলীপ ঘোষ। বছর দুয়েক আগে মালদহের বৈষ্ণবনগরের সভায় দিলীপ ঘোষ বলেছিলেন, প্রয়োজন হলে পুলিশকে ঠ্যাঙাব।

অযোধ্যা রায়দানের নিয়ে মুখ খোলা যাবে না মোদী-শাহ-র আগে, নির্দেশ নেতা কর্মীদেরঅযোধ্যা রায়দানের নিয়ে মুখ খোলা যাবে না মোদী-শাহ-র আগে, নির্দেশ নেতা কর্মীদের

English summary
Dilip Ghosh assures that police will be punished after they come to power on 2021. Suffered people will be helped from their pension.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X