For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল-দিলীপরা ‘ঘরবন্দি’ দশায় ‘মৌনী’ মমতার বিরুদ্ধে!বাড়িতে বাড়িতে নীরব প্রতিবাদ

মুকুল-দিলীপরা ‘ঘরবন্দি’ দশায় ‘মৌনী’ মমতার বিরুদ্ধে!বাড়িতে বাড়িতে নীরব প্রতিবাদ

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

রাস্তায় বেরোতে মানা, তাতে কী! অভিনব পন্থায় ঘরে বসেই বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি নেতা-কর্মীরা। দিল্লির নির্দেশে রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আইন না ভেঙে যে যার ঘরে বসেই বিক্ষোভ দেখালেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়রা। হাতে পোস্টার নিয়ে মৌনী অভিযান চলল বিজেপির।

বিজেপি এদিন নীরব প্রতিবাদ

বিজেপি এদিন নীরব প্রতিবাদ জানাল রাজ্য সরকারের করোনা মোকাবিলায় ব্যর্থতার বিরুদ্ধে, রেশন দুর্নীতি, বিজেপিকে ত্রাণ বিলিতে বাধাসহ একাধিক অভিযোগে এই মৌনী অবস্থান বলে জানা গিয়েছে। রাজ্য বিজেপির সমস্ত শীর্ষ নেতাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা নিয়ে এদিন প্রশ্ন তুলে দিলেন নীরবে।

পোস্টার হাতে নিয়ে মৌনী প্রতিবাদ

দিলীপ ঘোষ থেকে রাহুল সিনহা, মুকুল রায় থেকে কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেননরা এদিন হাতে পোস্টার নিয়ে মৌনী প্রতিবাদ জানান। পোস্টারে লেখা- সারলে করোনা/ মরলে অজানা/ সৌজন্যে অনুপ্রেরণা। তাঁদের এই পোস্টারেই বোঝা যাচ্ছে প্রতিবাদের নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে।

মমতার বিরুদ্ধে প্রতিবাদে বিজেপি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্যগোপনের অভিযোগও এনেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সত্য ঘটনা চেপে রাখা হচ্ছে। মৃত্যুর সঠিক তথ্য জানানো হচ্ছে না। আক্রান্তদের খবরও চেপে রাখা হচ্ছে। দিলীপ ঘোষ দাবি করেন, করোনায় কতজন মৃত, কতজন আক্রান্ত তার সঠিক তথ্য প্রকাশ করতে হবে। এই মৌনী অবস্থান তার প্রতিবাদেও।

ঘরবন্দি বিজেপি নেতাদের অভিনব প্রতিবাদ

আরও এক বড় অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করেছিলেন দিলীপ ঘোষ। অভিযোগ, বিজেপি নেতাদের ঘরবন্দি করে রাখা হচ্ছে পরিকল্পিত ভাবে। ঘর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। ত্রাণ দিতে দেওয়া হচ্ছে না। তাই মৌনী প্রতিবাদে সামিল হওয়ার বার্তা দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেইমতোই পালিত হল কর্মসূচি।

মৌন প্রতিবাদ যে যার বাড়িতে

রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাল বিজেপি। যে যার নিজের বাড়িতে প্রতিকী অবস্থান করলেন নেতারা। মৌন প্রতিবাদের সামিল হলেন তাঁরা। যে যার নিজের বাড়িতে অভিনব উপায়ে এই প্রতিকী প্রতিবাদ চালানো হয় দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়, বাবুল সুপ্রিয়, সৌমিত্র খাঁ, সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়রা।

করোনা মোকাবিলায় শুধু ডিএ-ই নয়, সরকারিকর্মীদের আরও সুবিধার ওপরেও পড়তে পারে কোপ, জল্পনা তুঙ্গে করোনা মোকাবিলায় শুধু ডিএ-ই নয়, সরকারিকর্মীদের আরও সুবিধার ওপরেও পড়তে পারে কোপ, জল্পনা তুঙ্গে

English summary
Dilip Ghosh and company do silent protest against Mamata Banerjee in house. Bengal BJP complains against Mamata’s administration being house arrest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X