For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিপিএমের উত্তরণ চান মমতা! দিলীপের নজিরবিহীন আক্রমণের মুখে তৃণমূল কংগ্রেস

বিজেপির বাড়বাড়ন্ত থেকে বাঁচতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এখন সিপিএমের শরাণপন্ন হচ্ছে। সিপিএমকে বাঁচিয়ে রাখতে চান তাঁরা।

  • |
Google Oneindia Bengali News

সিপিএমকে বাঁচিয়ে রাখতে চাইছে শাসক তৃণমূল। বিজেপির বাড়বাড়ন্ত থেকে বাঁচতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এখন সিপিএমের শরাণপন্ন হচ্ছে। সিপিএমকে বাঁচিয়ে রাখতে চান তাঁরা। সোমবার বাঁকুড়ার ধর্মশালায় একটি সাংগঠনিক বৈঠকে অংশ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলকে কড়া ভাষায় নিশানা করেন।

সিপিএমের উত্তরণ চান মমতা! দিলীপের নজিরবিহীন আক্রমণের মুখে তৃণমূল কংগ্রেস

[আরও পড়ুন:বিজেপি শাসিত এই রাজ্যটির স্কুলে 'হিজাব' নিষিদ্ধ, বাড়ছে ক্ষোভ][আরও পড়ুন:বিজেপি শাসিত এই রাজ্যটির স্কুলে 'হিজাব' নিষিদ্ধ, বাড়ছে ক্ষোভ]

সবং উপনির্বাচন প্রসঙ্গেই তৃণমূল কংগ্রেস ও সিপিএমের আঁতাতের কথা তুলে ধরেন দিলীপবাবু। বিজেপি রাজ্য সভাপতি বলেন, 'সিপিএমকে বাঁচিয়ে রাখতে এখন মাছভাজা আর পকোড়া খাইয়ে সংগঠন মজবুত করার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই ফল মিলেছে সবং উপনির্বাচনে।'

উল্লেখ্য সবং উপনির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। আর বিজেপি প্রার্থী পেয়েছেন তৃতীয় স্থান। বিজেপি ভোট বাড়ালেও কাঁথি দক্ষিণের মতো সিপিএমকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেনি। দিলীপবাবু বলেন, 'বিজেপি বাড়ছে বলে তৃণমূলের এখন গাত্রদাহ হচ্ছে। সেই কারণেই কোনও উপয়ান্তর না পেয়ে এখন সিপিএমকে বাঁচিয়ে রাখতে চাইছেন তাঁরা ।'

সিপিএমের উত্তরণ চান মমতা! দিলীপের নজিরবিহীন আক্রমণের মুখে তৃণমূল কংগ্রেস

[আরও পড়ুন:'কেষ্ট'র কানে চড় কষিয়ে তালায় চাবি দেবেন লকেট! জবাবে ঠেলা সামলানোর বার্তা][আরও পড়ুন:'কেষ্ট'র কানে চড় কষিয়ে তালায় চাবি দেবেন লকেট! জবাবে ঠেলা সামলানোর বার্তা]

বাঁকুড়ার সাংগঠনিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, 'রাজ্যে বিজেপি বেড়েই চলেছে। তাতেই আতঙ্কিত শাসক দল। সেই কারণেই যে সিপিএম তথা বামফ্রন্টকে হটিয়ে তাঁরা শাসন ক্ষমতায় এসেছিল, এখন স্ট্র্যাটেজি বদলে সেই সিপিএমকেই আশ্রয় করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'

দিলীপবাবু আরও বলেন, 'তৃণমূল কংগ্রেস সবং উপনির্বাচন জিতেছে সন্ত্রাস করে। তা সত্ত্বেও আমরা আড়াই থেকে বেড়ে ১৮ শতাংশ হয়েছি। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে তাই প্রমাদ গুণছে শাসকদল। আমাদের মতো বাড়তে পারেনি তৃণমূল কংগ্রেসও। এবার শাসকের সন্ত্রাস রুখবেন সাধারণ মানুষই। মানুষই প্রতিরোধ গড়ে তুলে তৃণমূলকে যোগ্য জবাব দেবে।'

English summary
BJP State president Dilip Ghosh alleges that Mamata Banerjee’s TMC wants survive of CPM to stop BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X