For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতিতে তাঁর উপর হামলা, কাঁথি-কাণ্ডে বিস্ফোরক দিলীপ

দিলীপ ঘোষ বলেন, সাংসদের উপস্থিতিতেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার সময় সাংসদ দিব্যেন্দু অধিকারী নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও অভিযোগ তাঁর।

  • |
Google Oneindia Bengali News

কাঁথির রাস্তায় আক্রান্ত হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির প্রায় ১৫টি গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। তার মধ্যে ছিল দিলীপ ঘোষের গাড়িও। সেই গাড়িরও কাঁ ভেঙে দেওয়া হয়। এমনকী দিলীপ ঘোষ নিগৃহীতও হন। এই হামলার ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি।

আক্রান্ত দিলীপ, তৃণমূল কংগ্রেস সাংসদের উপস্থিতিতে হামলার অভিযোগে রণক্ষেত্র কাঁথি

দিলীপ ঘোষ বলেন, সাংসদের উপস্থিতিতেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার সময় সাংসদ দিব্যেন্দু অধিকারী নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও অভিযোগ তাঁর। এমনকী তিনি বলেন, পুলিশের সামনেই তৃণমূলের পতাকা নিয়ে হামলা চালানো হয়েছে। পুলিশ সক্রিয় হলে বিজেপি কর্মীদের এভাবে রক্ত ঝরত না। আমাকেও ধাক্কা দেওয়া হয়।

এ প্রসঙ্গে দিলীপ ঘোষের অভিযোগ, দিদি তো বলেন, ভারতে গণতন্ত্র নেই। কিন্তু বাংলায় কি গণতন্ত্র রয়েছে? তাহলে কি এই সেই গণতন্ত্রের নমুনা! এই কি গণতন্ত্রের চিত্র! যেখানে সভা-সমিতি করা যায় না। আমরা তো কোনও পাবলিক মিটিংও করতে যাচ্ছিলাম না, আমরা হাউস মিটিংয়ে যাচ্ছিলাম। তারপরও হামলা চালানো হল। গাড়ি ভাঙচুর করা হল। আমাদের পাঁচজন গুরুতর জখম হয়েছেন। আমার গাড়িতেও হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে।

বিজেপি রাজ্য সভাপতির এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। তাঁর দাবি, এই ঘটনায় তৃণমূল দায়ী নয়, এসব বিজেপির অন্তর্কলহের ফল। ওঁদের মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে দলের অন্দরেই ঝামেলা রয়েছে। তার ফলস্বরূপ এই ঘটনা ঘটেছে। আর দিলীপবাবু তো কথায় কথায়, মেরে দেব ফাটিয়ে দেব, গর্তে পুতে দেব- এসব মন্তব্য করে বেড়ান। তার ফল ভুগছেন এখন। এখানে তো স্থানীয় পথচারী, যাত্রী, দোকানদার-ব্যবসায়ীরাও মার খেলেন, তাঁদের ক্ষয়ক্ষতি হল। এর কী জবাব দেবেন তিনি।

[আরও পড়ুন:শাসকের 'দ্বন্দ্বের' আঁচ শহরে! খেলা নিয়ে সংঘর্ষে আহত ওসি-সহ ১০][আরও পড়ুন:শাসকের 'দ্বন্দ্বের' আঁচ শহরে! খেলা নিয়ে সংঘর্ষে আহত ওসি-সহ ১০]

উল্লেখ্য, সোমবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়িতে হামলা হয়। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দিলীপ ঘোষের গাড়িতে হামলার পর ভাঙচুরও চালানো হয়। মোট ১৫টি গাড়ি ভাঙচুর হয়েছে। পাঁচ জন গুরুতর জখম হয়েছে। দিলীপবাবুকেও ধাক্কা দেওয়া হয়েছে। এরপরই এলাকায় নামানো হয়েছে র‍্যাফ, নামানো হয়েছে বিরাট পুলিশ বাহিনী। দিলীপ ঘোষকে উদ্ধার করে পুলিশি নিরাপত্তায় রাখা হয়।

[আরও পড়ুন: সভাপতিদের পদ কেড়ে নেবেন অনুব্রত, জেল খাটানোর হুঁশিয়ারির পর ১ বছরের সময়সীমা ][আরও পড়ুন: সভাপতিদের পদ কেড়ে নেবেন অনুব্রত, জেল খাটানোর হুঁশিয়ারির পর ১ বছরের সময়সীমা ]

সোমবার কাঁথিতে বিজেপির একটি কর্মিসভা ছিল। সেখানেই যাচ্ছিলেন বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূল কংগ্রেসের তরফে দিলীপ ঘোষকে কালো পতাকা দেখানোর কর্মসূচি নেওয়া হয়। সেইমতো কালো পতাকা দেখানো কর্মসূচির সময় বিজেপি কর্মীরা টিপ্পনি কাটে। মুহূর্তেই আগুন জ্বলে ওঠে। রণক্ষেত্রের রূপ নেয় কাঁথি।

[আরও পড়ুন: শুভেন্দুর গড়ে হামলা দিলীপ ঘোষের গাড়িতে, বিজেপি রাজ্য সভাপতি নিগ্রহে হুলুস্থুল-কাণ্ড][আরও পড়ুন: শুভেন্দুর গড়ে হামলা দিলীপ ঘোষের গাড়িতে, বিজেপি রাজ্য সভাপতি নিগ্রহে হুলুস্থুল-কাণ্ড]

English summary
BJP state president Dilip Ghosh alleges that he is attacked in front of MP. He is going to Kantai of East Midnapur for party workshop. TMC attacks pre-plan,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X