For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার সুর দিলীপের কণ্ঠে! বাংলাকে বঞ্চনা করে অসমকে ‘সাহায্য’, টার্গেট তৃণমূলকে

অসমের বেলায় কার্পন্য নেই ক্ষতিপূরণ দিতে, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে কেন? এতদিন যে প্রশ্ন তুলে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন সেই একই প্রশ্ন তুলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Google Oneindia Bengali News

অসমের বেলায় কার্পন্য নেই ক্ষতিপূরণ দিতে, বাংলাকে বঞ্চনা করা হচ্ছে কেন? এতদিন যে প্রশ্ন তুলে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন সেই একই প্রশ্ন তুলে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এতদিন বাংলাকে বঞ্চনায় মোদী সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বাংলাকে বঞ্চনায় মমতাকে একহাত নিলেন দিলীপ ঘোষ।

অসমকে সাহায্য বাংলাকে নয়

অসমকে সাহায্য বাংলাকে নয়

দিলীপ ঘোষ বলেন, আমরা বঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ৩৪ জনকে হারিয়েছি। তার বেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনও ক্ষতিপূরণ ঘোষণা করেনি। অথচ তিনসুকিয়ায় পাঁচ বাঙালি খুন হওয়ার পর তাঁর চোখের জল শুকোচ্ছে না। তিনি দল পাঠিয়ে সাহায্য ঘোষণা করে দিলেন। অথচ বাংলার মানুষ বঞ্চিতের দলেই রয়ে গেলেন।

বাংলার বাঙালিদের জন্য কি প্রাণ কাঁদে না

বাংলার বাঙালিদের জন্য কি প্রাণ কাঁদে না

দিলীপের কথায়, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে মোট ৯০ জন মানুষ মারা গিয়েছেন। তাঁদের মধ্যে ৩৪ জনই বিজেপির। এতগুলো মানুষ মারা গেলেন, তারা কি বাঙালি ছিলেন না? কই তাঁদের জন্য তো মুখ্যমন্ত্রীর প্রাণ কাঁদল না। তাঁদের প্রতি তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কোনও দায়বদ্ধতা নেই। তাই একজন নেতা-মন্ত্রী গেলেন না তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে।

সূর্যকে বার্তা দিলীপের

সূর্যকে বার্তা দিলীপের

রথ আটকানো নিয়ে বিরোধী দলের নেতাদের এক এক করে বেঁধেন দিলীপ ঘোষ। তিনি সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে বলেন, টিএমসিকে ঝামেলায় ফেলছেন কেন। কেন বলছেন টিমসির ক্ষমতা থাকলে রথ আটকে দেখাক। আপনাদের নিজেদের দম নেই বিজেপির রথ আটকানোর।

[আরও পড়ুন: তৃণমূলের টুপি ভুলেও পরবেন না, আল্লার টুপিধারী ব্যাখ্যায় সংখ্যালঘুদের বার্তা দিলীপের][আরও পড়ুন: তৃণমূলের টুপি ভুলেও পরবেন না, আল্লার টুপিধারী ব্যাখ্যায় সংখ্যালঘুদের বার্তা দিলীপের]

দম নেই বিজেপিকে আটকানোর

দম নেই বিজেপিকে আটকানোর

বিজেপি রাজ্য সভাপতি বলেন, বাংলার বিজেপি রথযাত্রা করার জায়গা পৌঁছেছে। কারও ক্ষমতা নেই সেই রথ আটকানোর। কী তৃণমূল কংগ্রেস, কী সিপিএম বা কংগ্রেস। কেউ আটকাতে পারবে না তাঁদের। বিজেপি গণতন্ত্র বাঁচানোর ডাক দিয়েছে, সেই রথযাত্রা হবেই। কেউ আটকাতে পারবে না আমাদের।

[আরও পড়ুন: বিজেপি এখন বঙ্গে দর্শকাসন থেকে খেলোয়াড় হয়েছে, দিলীপের কড়া বার্তা তৃণমূলকে ][আরও পড়ুন: বিজেপি এখন বঙ্গে দর্শকাসন থেকে খেলোয়াড় হয়েছে, দিলীপের কড়া বার্তা তৃণমূলকে ]

English summary
BJP state president Dilip Ghosh alleges against Mamata Banerjee to deprive Bengal. He takes on TMC on compensation to Bengali family of Assam,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X