For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধর্মের কল বাতাসে নড়ে', মমতার করোনা তথ্য গোপন নিয়ে ফের বিস্ফোরক দিলীপ

'ধর্মের কল বাতাসে নড়ে', মমতার করোনা তথ্য গোপন নিয়ে ফের বিস্ফোরক দিলীপ

Google Oneindia Bengali News

ধর্মের কল বাতাসে নড়ে। তাই শত চেষ্টা করেও করোনা তথ্য গোপনে রাখতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের ফুঁসে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেকারণেই সুপ্রিম কোর্টের কাছে তিরস্কৃত হয়েছে রাজ্য সরকারকে এমনই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।

দিলীপের আক্রমণ

দিলীপের আক্রমণ

করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। কেন করোনা আক্রান্তদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে এবং করোনায় মৃতদেহ সৎকারে নিয়েও প্রশ্ন তুলে রাজ্যের কাছের রিপোর্ট চেয়ে পঠিয়েছে সুপ্রিম কোর্ট। সেই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভারতি দিলীপ ঘোষ আক্রমণ শানিয়ে বলেছেন ধর্মের কল বাতাসে নড়ে। যতউ করোনা তথ্য গোপনের চেষ্টা করুন মুখ্যমন্ত্রী ততই সেটা প্রকাশ্যে চলে আসছে।

করোনা পরীক্ষা হচ্ছে না

করোনা পরীক্ষা হচ্ছে না

করোনা পরিস্থিতি নিয়ে ফের আক্রমণ শানিয়ে বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ করেছেন করোনা সংক্রমণ রুখতে কোনও উদ্যোগই রাজ্য সরকার নিচ্ছে না। কোয়ারেন্টাইন সেন্টার গুলিতে চরম অব্যবস্থা তৈরি হয়েছে। করোনা পরীক্ষাও করানো হচ্ছে না কোয়ারেন্টাইন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের।

বিজেপির কোয়ারেন্টাই সেন্টার

বিজেপির কোয়ারেন্টাই সেন্টার

রাজ্য সরকার কোয়ারেন্টাইন সেন্টারে জন্তু জানোয়ারের মত পরিযায়ী শ্রমিক এবং বাইরে থেকে আলা লোকেদের রাখছে বলে অভিযোগ করেছেন তিনি। সেকারণে মেদিনীপুরে বিজেিপ নিজেদের উদ্যোগে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছে। সেখানেই সম্মানের সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশে বাইরে থাকা লোকেদের রাখা হয়েছে। তবে এখনও পর্যন্ত রাজ্য সরকার তাদের করোনা পরীক্ষা করেনি বলে অভিযোগ করেছেন তিনি।

গড়িয়ায় শ্মশান কাণ্ড

গড়িয়ায় শ্মশান কাণ্ড

গড়িয়ার শ্মশানে পচাগলা লাশ সরানো নিয়ে আবারও সরব হয়েছেন। করোনায় মৃতদের তথ্য গোপনের জন্য শ্মশানে দেহগুলি ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। স্থানীয়দের বিরোধিতায় সৎকার করতে পারেনি। তাই নির্মম ভাবে সেই সেহগুলি সরানোর চেষ্টা চলছিল।

বাংলার ঐতিহ্য ও অদম্য স্পিরিটেই জয়! মমতা পরামর্শ দিলেন এখন কার কী করণীয় বাংলার ঐতিহ্য ও অদম্য স্পিরিটেই জয়! মমতা পরামর্শ দিলেন এখন কার কী করণীয়

English summary
Dilip Ghosh again slams Mamata Government over Coronavirus death issue,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X