For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি! প্রার্থী নিয়ে অকপট স্বীকারোক্তি

লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। বাংলায় তাদের প্রধান বিরোধী বিজেপি এখনও দিল্লিতে বসে তাল ঠুকছে তৃণমূল ভাঙার।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। বাংলায় তাদের প্রধান বিরোধী বিজেপি এখনও দিল্লিতে বসে তাল ঠুকছে তৃণমূল ভাঙার। আর কলকাতায় বসে প্রকাশ্যেই বিজেপি রাজ্য সভাপতি কবুল করে নিলেন, বিজেপির হাতে যোগ্য প্রার্থী নেই। তা নিয়েই ফের রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে উঠেছে।

বিজেপিতে প্রার্থীর দৈন্যদশা

বিজেপিতে প্রার্থীর দৈন্যদশা

তৃণমূল কংগ্রেস ফলাও করে বিজেপির বিরুদ্ধে যে কথা প্রচার করে চলেছে, সেই কথাই প্রতিধ্বনিত হচ্ছে বিজেপি রাজ্য সভাপতির গলায়। তিনি অকপটে স্বীকার করে নিচ্ছেন দলের দৈন্যদশা। বিজেপিতে যে প্রার্থী নেই, দল ভাঙিয়েই যোগ্য প্রার্থীকে আনতে হবে, যারা তৃণমূলের কঠিন প্রতিপক্ষকে ফাইট দিতে পারবে।

প্রার্থী নেই, তাই দলবদল

প্রার্থী নেই, তাই দলবদল

ইতিমধ্যেই সেই অভিযানে বেশ কয়েকজন শিবির বদল করেছেন। বিষ্ণুপুরের তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ থেকে শুরু করে বোলপুরে সাংসদ অনুপম হাজরা, সম্প্রতি দলবদল করলেন অর্জুন সিং। এছাড়াও তৃণমূল ঘনিষ্ঠদের মধ্যে জার্সি বদল করে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন ভারতী ঘোষ, অভিনেতা বিশ্বজিতের মতো অনেকেই।

দল ভাঙছে কংগ্রেস-সিপিএমেরও

দল ভাঙছে কংগ্রেস-সিপিএমেরও

এছাড়া কংগ্রেস ও সিপিএম থেকেও একাধিক নেতা-নেত্রীকে ভাঙিয়ে আনছে বিজেপি। সিপিএম বিধায়ক খগেন মুর্মু, কংগ্রেস বিধায়ক দুলাল বর যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁরা যে এবার প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন, তা বলাই বাহুল্য। আরও কয়েকজনকে ভাঙিয়ে এনেই বিজেপি প্রার্থী করতে পারে বলে আভাস মিলেছে খোদ রাজ্য সভাপতির কথায়।

দিলীপের অকপট স্বীকারোক্তি

দিলীপের অকপট স্বীকারোক্তি

শুক্রবার সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, এটা ঠিক যে, জেতার মতো প্রার্থী নেই আমাদের দলে। তবে বাংলার পরিবর্তন চান যাঁরা, তাঁরা শিবির বদল করে আসছেন। যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনের প্রতিবাদে মোদীজির নেতৃত্বে উন্নত ভারত গড়তে চান, তাঁদের জন্য আমাদের দরজা খোলা রয়েছে।

আবেদনে জোয়ার, যোগ্যতায় নয়

আবেদনে জোয়ার, যোগ্যতায় নয়

এর পাশাপাশি তিনি বলেন, বিজেপিতে প্রার্থী হওয়ার জন্য সাড়ে তিনশো থেকে চারশো আবেদন পত্র জমা পড়েছে। তাঁদের মধ্যে থেকে প্রার্থী বাছাইয়ের কাজ হচ্ছে। যে যোগ্য তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যাঁরা জিততে পারেন, তাঁদের বেছে নিয়েই প্রার্থী করা হবে।

[আরও পড়ুন: কংগ্রেসের জন্য আসন ছেড়ে প্রার্থী তালিকা সিপিএমের, জেনে নিন কোথায় কে প্রার্থী][আরও পড়ুন: কংগ্রেসের জন্য আসন ছেড়ে প্রার্থী তালিকা সিপিএমের, জেনে নিন কোথায় কে প্রার্থী]

নুসরত-মিমির প্রসঙ্গে দিলীপ

নুসরত-মিমির প্রসঙ্গে দিলীপ

তিনি এদিন যাদবপুরের তৃণমূলে প্রার্থী মিমি ও বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহানকে নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, কোথায় সুগত বসু, আর কোথায় মিমি, তেমনই ইদ্রিশ আলি আর নুসরত। এই হচ্ছে তৃণমূলের বর্তমান অবস্থা।

[আরও পড়ুন: কাঁচরাপাড়ার একজন খুঁজেই চলেছেন প্রার্থী! ভোগবাদীদের দলবদলে তীব্র কটাক্ষ পার্থর][আরও পড়ুন: কাঁচরাপাড়ার একজন খুঁজেই চলেছেন প্রার্থী! ভোগবাদীদের দলবদলে তীব্র কটাক্ষ পার্থর]

English summary
BJP State president Dilip Ghosh admits no reliable candidate of BJP for Lok Sabha Election 2019. Dilip Ghosh says about joining in BJP from TMC and others
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X