For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্নীতির টাকায় ফুলে ফেঁপে উঠছে তৃণমূলের নেতারা, জনতার দরবারে ফের আক্রমণ দিলীপের

দুর্নীতির টাকায় ফুলে ফেঁপে উঠছে তৃণমূলের নেতারা, জনতার দরবারে ফের আক্রমণ দিলীপের

Google Oneindia Bengali News

ফের শাসকদলকে দুর্নীতির নিয়ে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দুর্গাপুরে জনতার দরবারে চায়ে পে চর্চায় বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ করেছেন দুর্নীতির টাকায় ফুলে ফেঁপে উঠছেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এই মন্তব্যে তাঁর ইঙ্গিত ছিল দামদরের বালি খাদানের সিন্ডিকেট রাজ।

শাসক দলকে আক্রমণ দিলীেপর

শাসক দলকে আক্রমণ দিলীেপর

দুর্গাপুরে জনতার দরবারে িগয়ে দামোদরের বালিখাদানে সিন্ডিকেট রাজ নিয়ে শাসক দলকে বিঁধেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেছেন দামদরের বালি খাদানে দুর্নীতির সাম্রাজ্য চালাচ্ছে শাসক দল । সেই দুর্নীতির টাকায় ফুলে ফেঁপে উঠছেন তৃণমূল নেতা কর্মীরা।

দুর্নীতি মুক্ত সরকারের প্রতিশ্রুতি

দুর্নীতি মুক্ত সরকারের প্রতিশ্রুতি

দুর্গাপুরে জনতার দরবারে শাসক দলের লাগাতার দুর্নীতির খতিয়ান দিয়ে দুর্নীতিমুক্ত সরকার গড়ার অঙ্গিকার করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেছেন একুশে বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতি মুক্ত সরকার হবে বাংলায়। বাংলাকে নতুন ভবিষ্যৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

লকডাউন রক্ষায় ব্যর্থ

লকডাউন রক্ষায় ব্যর্থ

লকডাউন রক্ষায় ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাসক দলের নেতা-মন্ত্রীরাই কেন্দ্রের লকডাউন মানেনি এখন তার মাশুল দিচ্ছে বাংলার মানুষ। এমনই অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি আগেও বলেছেন বাংলায় লকডাউনের নামে প্রহসন চলছে।

বিজেপি বিধায়ক খুনে জড়িত তৃণমূল

বিজেপি বিধায়ক খুনে জড়িত তৃণমূল

হেমতাবাদে বিজেপি বিধায়কে খুনের ঘটনায় শাসক দল জড়িত রয়েছে বলে এদিন আবারও সরব হয়েছেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ রাজ্যে বিজেপি নেতা কর্মীদের খুন করছে শাসক দল। লাশের উপর রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস।

সমাজ বিরোধীরা দখল করেছে তৃণমূল! উনি রাজনীতি করলে বিজেপিও করবে, মমতাকে চ্যালেঞ্জ দিলীপেরসমাজ বিরোধীরা দখল করেছে তৃণমূল! উনি রাজনীতি করলে বিজেপিও করবে, মমতাকে চ্যালেঞ্জ দিলীপের

English summary
Dilip Ghosh accused TMC over corruption issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X