photo feature christmas 2018 christmas celebration digha tourist ক্রিসমাস ক্রিসমাস ২০১৮ উদযাপন পর্যটক
সৈকত শহরে উপচে পড়া ভিড়! ছুটির মুডে পর্যটকরা
বড়দিনে জমজমাট ভিড় দিঘায়। নিউ থেকে ওল্ড দিঘা, পর্যটকদের আনাগোনায় সৈকত শহরে তিল ধারনের জায়গা নেই। পর্যটকদের কথা মাথায় রেখে
গোটা দিঘা জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চলছে টহলদারি। স্নানের ঘাটগুলিতে প্রচুর সংখ্যায় নুলিয়া মোতায়েন করা হয়েছে।

রবিবার থেকেই ভিড় দিঘায়
বড়দিনের ছুটি কাটাতে রবিবার থেকেই ভিড় বেড়েছে দিঘায়। পর্যটকদের ঢল দেখে খুশি হোটেল মালিক থেকে অন্য ব্যবসায়ীরা।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার
পর্যটকদের কথা মাথায় রেখে গোটা দিঘা জুড়েই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চলছে টহলদারি। এক কথায়, ভিড়ে ঠাসা দিঘায় পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসন যথেষ্টই সতর্ক রয়েছে।

স্নানের ঘাটগুলিতে চলছে বাড়তি নজরদারি
স্নানের ঘাটগুলিতে প্রচুর সংখ্যায় নুলিয়া মোতায়েন করা হয়েছে। মাইকে চলছে প্রচার। ক্যামেরা দিয়ে নজরদারির ব্যবস্থাও রয়েছে।

ভিড় মন্দারমণি, শঙ্করপুরেও
ওল্ড দিঘা, নিউদিঘার পাশাপাশি ভিড় মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরেও। সকাল থেকে পিকনিকের মেজাজে পর্যটকরা।

হোটেলগুলিও আলোকসজ্জায় সুসজ্জিত
পর্যটকদের স্বাগত জানাতে হোটেলগুলিকে সাজানো হয়েছে আলোকসজ্জা। রয়েছে সান্তাক্লজ এবং ক্রিসমাস ট্রি। নিউদিঘার যাত্রানালা সৈকতে তৈরি হয়েছে বিশ্ববাংলা বিনোদন পার্ক। সেখানেও এদিন ভিড় উপচে পড়েছে।