For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দোলের টানা ছুটিতে ডাক এসেছে দিঘা-‘সুন্দরী’র, ‘উপহার’ নিয়ে পর্যটকদের জন্য প্রতীক্ষায় সৈকত-নগরী

সরকারি কর্মীদের দোল ও হোলিতে দুদিন ছুটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে শনি ও রবিবার যোগ হয়ে টানা চারদিনের ছুটি উপলক্ষে আরও অনেক উপহার নিয়ে হাজির দিঘা।

  • |
Google Oneindia Bengali News

সরকারি কর্মীদের দোল ও হোলিতে দুদিন ছুটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে শনি ও রবিবার যোগ হয়ে গিয়ে টানা চারদিনের লম্বা ছুটি। আর এই ছুটি উপলক্ষে আরও অনেক উপহার নিয়ে হাজির দিঘা। শুধু সরকারি কর্মীরাই নন, বেসরকারি কর্মীরা বা অন্যান্যরাও যদি বসন্তোৎসবে সাগর পর্যটনের সাধ নিতে দিঘায় আসেন তাঁদের জন্য অপেক্ষা করে রয়েছে বিশেষ উপহার।

দোলের টানা ছুটিতে ডাক এসেছে দিঘা-‘সুন্দরী’র, ‘উপহার’ নিয়ে পর্যটকদের জন্য প্রতীক্ষায় সৈকত-নগরী

[আরও পড়ুন:দোলে মাতুন , তবে 'ত্বকের যত্ন নিন' ,জেনে নিন কী পরামর্শ দিচ্ছেন ত্বক বিশেষজ্ঞরা ][আরও পড়ুন:দোলে মাতুন , তবে 'ত্বকের যত্ন নিন' ,জেনে নিন কী পরামর্শ দিচ্ছেন ত্বক বিশেষজ্ঞরা ]

তাই বৃহস্পতিবার থেকে টানা ৪ দিনের ছুটি কাটাতে আর কোথাও নয়। ভাবনা-চিন্তা দূরে সরিয়ে চলে আসুন দিঘা। দিঘা সুন্দরী ডাক দিয়েছে পর্যটকদের। তাই রাজ্যের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র দিঘা থেকে মুখ ফিরিয়ে থাকতে পারছেন না কেউই। শুধুই সমুদ্রের টানে নয়, এবার দিঘায় অপেক্ষা করে আছে আরও নানা আকর্ষণ। তাই এখনই বুকিং প্রায় নিঃশেষ।

এবার এখানে যেমন পাবেন প্রকৃতির সৌন্দর্য, তেমনই দিঘার সৈকতে দোল খেলার অফুরন্ত আনন্দ নিতেও পারবেন। আপনার জন্য অপেক্ষা করে আছে আরও অনেক উপহার। ভাবছেন তো কি সেই উপহার?। পর্যটকদের বসন্তের অনন্দ দিতে পূর্ব মেদিনীপুর রিপোটার্স ফোরামের উদ্যোগে নিউ দিঘার মালঞ্চ গেস্ট হাউস ময়দানে আয়োজন করা হয়েছে 'দিঘার সমুদ্রে রঙের উৎসব'।

দোলের টানা ছুটিতে ডাক এসেছে দিঘা-‘সুন্দরী’র, ‘উপহার’ নিয়ে পর্যটকদের জন্য প্রতীক্ষায় সৈকত-নগরী

আগামী ৩ মার্চ শনিবার বিকেল ৩টে থেকে রাত্রি ১০টা পর্যন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নাচ, গান, আবৃত্তি যেমন থাকছে, তেমনি থাকছে অনাথ ও প্রতিবন্ধী শিশুদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠান। থাকছে অতিথি শিল্পীদের দ্বারা সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলাশাসক, পুলিশ সুপার থেকে প্রশাসনিক আধিকারিকরা।

দোলের টানা ছুটিতে ডাক এসেছে দিঘা-‘সুন্দরী’র, ‘উপহার’ নিয়ে পর্যটকদের জন্য প্রতীক্ষায় সৈকত-নগরী

পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত পূর্ব মেদিনীপুর রিপোটার্স ফোরাম। শীত কাটিয়ে হাল্কা গরম পড়ে গিয়েছে। গরমে সমুদ্রে জলে নিজেকে ভাসিয়ে দিতে কে না চায়। তাই চলতি সপ্তাহে দিঘায় পর্যটকদের ভিড় জমে উঠেছে। তার উপর দোল সহ টানা ৪ দিনের ছুটিতে পর্যটকরা সৈকতমুখী হচ্ছেন তার আভাস দিঘার হোটেল বুকিং থেকেই পরিষ্কার। উৎসবের দিনেও সামাজিক কর্মসূচির ভাবনায় সাংবাদিকরা অনাথ ও দু:স্থ শিশুদের পাশেও দাঁড়াচ্ছেন।

English summary
Digha is available for tourists on Holly Festival in four days leave. Mamata Banerjee announced four days leave for government employee, so Digha is fulfill in holly season,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X