For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধেয়ে আসছে ফণী, দিঘায় চূড়ান্ত সতর্কতা

সাইক্লোন ফণী পুরীতে আছড়ে পড়তেই চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে দিঘা সহ পার্শ্বস্থ এলাকায়।

  • By Kaushik Dutta
  • |
Google Oneindia Bengali News

সাইক্লোন ফণী পুরীতে আছড়ে পড়তেই চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে দিঘা সহ পার্শ্বস্থ এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের কাঁচা বাড়ি ছেড়ে পাকা আস্তানায় আশ্রয় নিতে বলেছে প্রশাসন। বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে পর্যটকদের ক্ষেত্রে। কাউকেই সমুদ্রের ধারেকাছে ঘেঁষতে দিচ্ছেন না উপকূলরক্ষীবাহিনী ও নুলিয়ারা। মাইকিং করে দিঘায় আগত সব পর্যটকদের বাড়ি ফিরে যাওয়ার আবেদন জানিয়েছে স্থানীয় প্রশাসন। হোটেলে গিয়েও পর্যটকদের সঙ্গে কথা বলছেন পুলিশ কর্মীরা।

ধেয়ে আসছে ফণী, দিঘায় চূড়ান্ত সতর্কতা

ভয়ঙ্কর ফণীর দাপটে শুক্রবার সকাল থেকেই হাওয়ার বেগ বেড়েছে দিঘা ও সংলগ্ন এলাকায়। সঙ্গে চলছে ঝিরিঝিরি বৃষ্টি। জলোচ্ছ্বাসের আশঙ্কায় দিঘার সমুদ্র সৈকতের সব দোকান বন্ধ করে দিয়েছে পুলিশ। সৈকতে ঘুরে বেড়াচ্ছে পুলিশের গাড়ি। নির্দেশ অমান্য করে কেউ সমুদ্রের কাছে গেলে তাঁকে কড়া ধমক দেওয়ার পাশাপাশি ফাইনও করা হচ্ছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

[আরও পড়ুন: কলকাতার দিকে ধেয়ে আসছে ফণী, কন্ট্রোল রুম খুলে তৈরি কলকাতা পুলিশ ][আরও পড়ুন: কলকাতার দিকে ধেয়ে আসছে ফণী, কন্ট্রোল রুম খুলে তৈরি কলকাতা পুলিশ ]

পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ জানিয়েছেন, আপৎকালীন পরিস্থিতির জন্য় সবরকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মোতায়েন রাখা হচ্ছে পুলিশের বিশেষ বাহিনী ও বিপর্য়য় মোকাবিলা দলকে। দিঘার পাশাপাশি তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, উদয়পুরে ফণী আছড়ে পড়ার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে।

[আরও পড়ুন:সতেজ আয়লার স্মৃতি, ফণীর আতঙ্কে ভুগছে সুন্দরবন][আরও পড়ুন:সতেজ আয়লার স্মৃতি, ফণীর আতঙ্কে ভুগছে সুন্দরবন]

English summary
Digha in High alert on approching cyclone Fani
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X