For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিঘা মোহনায় উঠল বিপুল পরিমাণ ইলিশ, দাম শুনলে ব্যাগ হাতে বাজারে ছুটবেন

দিঘা মোহনায় উঠল ১৫০ টন ইলিশ, এই পরিমাণ ইলিশ ওঠায় আগামী কয়েকদিন দাম নাগালের মধ্য়েই থাকবে বলে মনে করা হচ্ছে

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

পুজো আসতে চলেছে কিন্তু এখনও বাজারে গেলে ইলিশের দাম শুনে ঢোঁক গিলতে হয়। মাঝে- মধ্যে বাজারে ইলিশের যোগান বেশি থাকলে দাম সামান্য ওঠা নামা করে। কিন্তু তাও সাময়িক। বাঙালির সাধ মেটাতে বৃহস্পতিবারই ফের দিঘা মোহনায় উঠল ১৫০ টন রুপোলি শষ্য। প্রায় ৮০- ৯০টি ট্রলার বৃহস্পতিবার এই বিপুল ইলিশ নিয়ে ফেরে। এই পরিমাণ ইলিশ ওঠায় আগামী কয়েকদিন দাম নাগালের মধ্য়েই থাকবে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন:ইলিশ তুমি কার ! এবার মিলল জবাব][আরও পড়ুন:ইলিশ তুমি কার ! এবার মিলল জবাব]

দিঘা মোহনায় উঠল বিপুল পরিমাণ ইলিশ, দাম শুনলে ব্যাগ হাতে বাজারে ছুটবেন

দিঘা ফিশ অ্যান্ড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন পর্যন্ত দিঘা মোহনাতেও সেভাবে প্রচুর পরিমাণে ইলিশ উঠছিল না। ফলে দাম কিছুতেই নাগালের মধ্যে আসছিল। কিন্তু এদিন ভোরে দিঘা উপকূলে ১৫০ টন ইলিশ ধরা পড়েছে। এই বিশাল পরিমাণ ইলিশের বেশ কিছুটা কলকাতার বাজারে আসছেই বলে খবর। ফলে ইলিশের দাম ৩০০ টাকায় নেমে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

অবশ্য ৪০০ - ৫০০ গ্রামের ইলিশের দাম কমলেও বড় ইলিশের দাম হাজারের নিচে নামবে না বলেই মনে করা হচ্ছে। এদিকে বৃহস্পতিবার বিপুল ইলিশ বাজারে আসার খবর চাউর হতেই ব্যাগ হাতে দিঘার মাছ বাজারের দিকে ছুটেছেন সাধারণ মানুষ। পিছিয়ে ছিলেন না পর্যটকরাও।

English summary
Digha Fishermen caught 150 tonnes of Hilsa, price of hilsa expected to come down
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X