For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে ‘ফিল্টারে’র কাজও করছে ‘দিদিকে বলো’, ‘ফাঁকিবাজ’দের খোঁজ পাবেন দলনেত্রী মমতা

২০২১-এর বিধানসভার আগে ‘দিদিকে বলো’ অভিযানকেই প্রার্থী বাছাইয়ের চাবিকাঠি করছে তৃণমূল। একইসঙ্গে এই অভিযানই তৃণমূলে ফিল্টারের কাজ করবে বলে বিশ্বাস তৃণমূলের।

Google Oneindia Bengali News

২০২১-এর বিধানসভা ভোটের আগে 'দিদিকে বলো' কর্মসূচির মাধ্যমে জনসংযোগে জোয়ার আনতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস। 'দিদিকে বলো' কর্মসূচি ভালোই সাড়া ফেলেছে রাজ্যে। এবার জনসংযোগের এই অভিযানকেই প্রার্থী বাছাইয়ের চাবিকাঠি করছে তৃণমূল। একইসঙ্গে এই অভিযানই তৃণমূলে ফিল্টারের কাজ করবে বলে বিশ্বাস তৃণমূলের।

খামতি কোথায়, জানাচ্ছে ‘দিদিকে বলো’

খামতি কোথায়, জানাচ্ছে ‘দিদিকে বলো’

লোকসভার নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর সরকার এক জনমুখী সিদ্ধান্ত নিয়েছে, তবু কেন এই ফল! তাহলে কোথায় খামতি। সেই খামতি খুঁজে বের করতেই তিনি প্রশান্ত কিশোর নামক ভোট কৌশলীকে নিয়োগ করেছিলেন। তাঁর মস্তিষ্ক থেকেই বেরিয়েছিল ‘দিদিকে বলো' কর্মসূচি।

সাধারণের থেকে বিচ্ছিন্ন নেতারা চিহ্নিত

সাধারণের থেকে বিচ্ছিন্ন নেতারা চিহ্নিত

তৃণমূল তা রাজ্যে কামব্যাকের লক্ষ্যে প্রয়োগ করতে চাইছে, করছেও। জনসংযোগ অভিযানে নেমে দলের অকার্যকরী নেতাদের খুঁজে বের করাও যাচ্ছে বেশ। এই জনসংযোগ কর্মসূচিতে প্রমাণিত হয়ে যাচ্ছে, কারা অলস নেতার পর্যায়ে পড়েন। কারা সাধারণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মানুষ আর তাঁদেরকে নেবেন না।

‘দিদিকে বলো’ ফর্মুলা প্রয়োগে ফাঁস

‘দিদিকে বলো’ ফর্মুলা প্রয়োগে ফাঁস

এই ‘দিদিকে বলো' তা নির্ধারণ করে দিয়েছে। প্রশান্ত কিশোর সেই রিপোর্ট তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারপর তা খতিয়ে দেখেই নির্বাচনে প্রার্থী বাছাই করতে চলেছেন। প্রশান্ত কিশোরের ‘দিদিকে বলো' ফর্মুলা প্রয়োগ করে একইসঙ্গে জনবিচ্ছিন্ন নেতাদেরও চিহ্নিত করে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রার্থী বাছাইয়েও ‘দিদিকে বলো’

প্রার্থী বাছাইয়েও ‘দিদিকে বলো’

নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত এই ‘দিদিকে বলো' কর্মসূচির মাধ্যমেই ২০২১ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী বাছাই করতে চাইছে। ‘দিদিকে বলো' প্রচারে যাদের ভালো ট্র্যাক রেকর্ড পাওয়া গিয়েছে, দল এবার তাঁদেরই টিকিট দেবে। টিএমসি সূত্রে জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী বাছাইয়ে এই প্রচারের ফলাফল তাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবার।

পারফরম্যান্সেই নির্ধারিত প্রার্থীপদ

পারফরম্যান্সেই নির্ধারিত প্রার্থীপদ

তৃণমূল এবার এমন নেতা ও বিধায়কদের টিকিট দিতে চাইছে যাদের পারফরম্যান্স পার্টি সুপ্রিমোকে প্রভাবিত করবে। এই প্রসঙ্গে তৃণমূলের একজন প্রবীণ নেতা বলেন, দিদিকে বলো অভিযান সত্যিকারের গণভিত্তিক যোগ্য প্রার্থীদের সন্ধানের ভিত্তি হবে। এই অভিযান অকার্যকরী নেতাদের বাদ দিতে ফিল্টারেরও কাজ করবে।

লক্ষ্য ২০২১ বিধানসভায় জয়, বিজেপির বিস্তার মাপতে 'গোপন সমীক্ষা’য় নামছে তৃণমূললক্ষ্য ২০২১ বিধানসভায় জয়, বিজেপির বিস্তার মাপতে 'গোপন সমীক্ষা’য় নামছে তৃণমূল

English summary
‘Didike bolo’ campaign works as filter in TMC before Assembly Election in West Bengal. TMC selects candidate of upcoming Assembly election according to campaign,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X