For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাদ নেই শ্রাবণী মেলা! তারকেশ্বরের পথে অভিনব কায়দায় 'দিদিকে বলো'র প্রচার

একদিকে যেমন জনপ্রতিনিধিরা কর্মীদের বাড়িতে রাত কাটিয়ে 'দিদিকে বলো'র প্রচারে অংশ নিচ্ছেন, অন্যদিকে পিছিয়ে নেই দলের কর্মীরাও।

  • |
Google Oneindia Bengali News

একদিকে যেমন জনপ্রতিনিধিরা কর্মীদের বাড়িতে রাত কাটিয়ে 'দিদিকে বলো'র প্রচারে অংশ নিচ্ছেন, অন্যদিকে পিছিয়ে নেই দলের কর্মীরাও। তারকেশ্বরের শ্রাবণী মেলাতেও অভিনব কায়দায় চালানো হচ্ছে প্রচার। তৃণমূল কর্মীদের দাবি সেখানে পুজো দিতে যাওয়া প্রায় সবার কাছেই পৌঁছে যাওয়া যাবে এই উপায়ে।

বাদ নেই শ্রাবণী মেলা! তারকেশ্বরের পথে অভিনব কায়দায় দিদিকে বলোর প্রচার

বাঁখে 'দিদিকে বলো'র বিজ্ঞাপন। রয়েছে ফোন নম্বর, ওয়েবসাইটও। কর্মসূচিতে অংশ নেওয়া যুবকরা জানিয়েছেন, তাঁরা তৃণমূল কর্মী। 'দিদিকে বলো'র যে কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছেন, তা যাতে সাধারণ মানুষের সামনে তুলে ধরা যায়, তার জন্যই এই প্রচেষ্টা। শ্রাবণী মেলা উপলক্ষে শেওরাফুলি থেকে তারকেশ্বর, প্রায় ৪০ কিমি পথ তাঁরা বাঁখ কাঁধে বিজ্ঞাপন লাগিয়ে যাত্রা শুরু করেছেন।

বাদ নেই শ্রাবণী মেলা! তারকেশ্বরের পথে অভিনব কায়দায় দিদিকে বলোর প্রচার

তৃণমূলকর্মীরা জানান, চার সপ্তাহে প্রায় ২৫ লক্ষ লোক পুজো দিতে যান। ছুটির দিন হওয়ায় হিসেবে প্রায় একলক্ষ লোক পুজো দিতে যাচ্ছেন। তাঁদের সামনে দিদির কর্মসূচি
তুলে ধরতেই এই আয়োজন।

English summary
Didike balo programme on the way to Tarakeswar by the TMC workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X