For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদি বলেছেন ভোটে লড়তে, তাই লড়ছি: সৌমিত্র রায়

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

সৌমিত্র রায়
জনপ্রিয় বাংলা ব্যান্ড 'ভূমি'-র গায়ক সৌমিত্র রায় আসন্ন লোকসভা ভোটে মালদহ উত্তর আসনে লড়ছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। বুধবার সৌমিত্রবাবু জানালেন, জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। মালদহ থেকে ফোনে ওয়ান ইন্ডিয়া-কে তিনি যা জানালেন, তা এই রকম:

ওয়ান ইন্ডিয়া: আপনি ভোটে লড়ার সিদ্ধান্ত নিলেন কেন? রাজনীতিতে আসবেন, এমন ভাবনা কি দীর্ঘদিন ধরেই ছিল?

সৌমিত্র রায়: না, দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাকে ভোটে লড়তে বলেছিলেন। আমি সেই প্রস্তাব গ্রহণ করেছি। উনি আমাকে এই প্রস্তাব অনেক আগেই দিয়েছিলেন। বলেছিলেন, গায়ক হিসাবে আমার খ্যাতি আমাকে সাহায্য করবে। আমি মালদহের ছেলে। আমার ভিতরে ভালো কিছু করার ক্ষমতা আছে, সেটা দিদি বুঝেছেন। আমি আমার সঙ্গীত জীবন নিয়ে চিন্তিত হয়েছিলাম ঠিকই, কিন্তু দিদি বলেছেন কোনও ক্ষতি হবে না।

ওয়ান ইন্ডিয়া: আপনার কেন্দ্রে কি আপনি প্রচার শুরু করে দিয়েছেন?

সৌমিত্র রায়: হ্যাঁ, আমি ভোটের প্রচার শুরু করে দিয়েছি। ৪৫ দিন ধরে আমি মালদহে পড়ে রয়েছি। আজ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভা করবেন এবং আমি সেখানে থাকব। আমি দলের মিটিংয়ে হাজির থাকছি। স্থানীয় নেতারা আমাকে আরও মানুষের কাছাকাছি আসতে সাহায্য করছেন।

ওয়ান ইন্ডিয়া: আপনার কেন্দ্র কংগ্রেসের শক্ত ঘাঁটি। বামেরাও একটা শক্তি। ভালো ফল করার ব্যাপারে আপনি কি আশাবাদী?

সৌমিত্র রায়: হ্যাঁ, কেন নয়? বিপক্ষ যত শক্তিশালী হবে, লড়াই করে তত মজা (কংগ্রেসের প্রয়াত নেতা তথা মন্ত্রী এ বি এ গনি খান চৌধুরীর পরিবার এখানে প্রভাবশালী। বর্তমান সাংসদ মৌসম বেনজির নুর হলেন গনি খান চৌধুরীর ভাগনি। ২০০৯ সালের লোকসভা ভোটে তিনি সিপিএম প্রার্থী শৈলেন সরকারকে হারিয়েছিলেন ৬০ হাজারেরও বেশি ভোটে)।

ওয়ান ইন্ডিয়া: তৃণমূল কংগ্রেস এবার একগাদা সেলিব্রিটিকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে। তাঁদের সম্ভাবনা কতটা, আপনি কী ভাবছেন?

সৌমিত্র রায়: ওঁরা ভালো ফল করবেন। সেলিব্রিটিরাও দিনের শেষে মানুষ এবং তাঁরাও মানুষের জন্য কাজ করতে সক্ষম।

ওয়ান ইন্ডিয়া: সম্প্রতি দিল্লিতে আন্না হাজারে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ সভা ছিল। এটা নিয়ে আপনি কী বলবেন? ওই ঘটনায় দল কি ধাক্কা খেয়েছে?

সৌমিত্র রায়: আমি দলের নীতি নিয়ে কোনও মন্তব্য করব না।

English summary
Didi wanted me fight, so I am here, says TMC candidate Soumitra Roy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X