For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সব কিছু হাতের বাইরে চলে গিয়েছে! বিসর্জন থেকে দিদিকে বাঁচানো যাবে না, নেত্রী মমতাকে নিশানা দিলীপের

সব কিছু হাতের বাইরে চলে গিয়েছে! বিসর্জন থেকে দিদিকে বাঁচানো যাবে না, মমতাকে নিশানা দিলীপের

  • |
Google Oneindia Bengali News

আম্ফানের ত্রাণে দুর্নীতি ইস্যুতে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন প্রাতর্ভ্রমণে বেড়িয়ে সুভাষ সরোবরে যান। সেখান থেকে তিনি ফুলবাগানে যান। বলেন, সব কিছু হাতের বাইরে চলে গিয়েছে। শিক্ষা, স্বাস্থ্যে আর কিছুই করার নেই। বিসর্জন থেকে দিদিকে বাঁচানো যাবে না, মন্তব্য করেন তিনি।

নবান্নে মুখ্যমন্ত্রী আশ্বাস

নবান্নে মুখ্যমন্ত্রী আশ্বাস

সোমবার নবান্নের সভা ঘরে টলিউডের কলাকুশলীদের নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিক বৈঠকে একাধিক সিদ্ধান্তের কথা তিনি ঘোষণা করেন। সেখানেই ত্রাণ বিলি নিয়ে অভিযোগের বিষয়টি উঠে আসে। তখনই মুখ্যমন্ত্রী বলেন স্বল্প সময়ের মধ্যে ত্রাণসামগ্রী-টাকা পাঠানো হয়েছে। তাই খামতি রয়েছে গিয়েছে পরিষেবায়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, কেউ ত্রাণ থেকে বঞ্চিত হবেন না।

দিলীপ ঘোষের কটাক্ষ

দিলীপ ঘোষের কটাক্ষ

নবান্নে মুখ্যমন্ত্রীর আশ্বাসকেই এদিন কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, চুরি করে তো ফাঁকা করে দিয়েছে। দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী এখন কলকাতা থেকে বাইরে বের হন না। যেসব চামচা, বেলচারা আছে তারাই দিদির জয় বলে দিদিকে ডুবিয়ে দিচ্ছে।

 দিদির বিসর্জন হবেই

দিদির বিসর্জন হবেই

দিলীপ ঘোষ আরও বলে সব কিছু হাতের বাইরে চলে গিয়েছে। তবে এসবই হয়েছে দিদির অনুপ্ররণায়। বিসর্জন থেকে দিদিকে বাঁচানো যাবে না বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।

রাজ্যে লকডাউন ঠিকমতো হয়নি

রাজ্যে লকডাউন ঠিকমতো হয়নি

রাজ্যে করোনার সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, লকডাউন সঠিকভাবে মানা হয়নি। করোনা ভাইরাস নিয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। কন্টাইমেন্ট জোনের কথা বলে হলেও, সেটাও দেখা যায়নি বলে মন্তব্য করেছেন তিনি।

বাংলা দখলে বিজেপির হাতিয়ার কাশ্মীর ইস্যুও! 'বাংলার জামাই’ নিলেন নয়া কৌশলবাংলা দখলে বিজেপির হাতিয়ার কাশ্মীর ইস্যুও! 'বাংলার জামাই’ নিলেন নয়া কৌশল

English summary
Didi cann't be saved from abandonment, Dilip Ghosh says on Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X