For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুকুরের ডায়ালিসিস কাণ্ড : কোন বার্তা এমসিআইয়ের রিপোর্টে

এসএসকেএম হাসপাতালে কুকুরের ডায়ালিসিস ঘটনার চার বছর পর রায় জানাল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)।

  • By Ranjan
  • |
Google Oneindia Bengali News

এসএসকেএম হাসপাতালে কুকুরের ডায়ালিসিস ঘটনার চার বছর পর রায় জানাল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)। ঘটনাকে নিন্দাজনক বলে উল্লেখ করে এমসিআই রাজ্যের তিন শীর্ষ স্বাস্থ্য কর্তাকে সতর্ক করেছে।

কুকুরের ডায়ালিসিস কাণ্ড : কোন বার্তা এমসিআইয়ের রিপোর্টে

এঁরা হলেন তৃণমূলের চিকিৎসক নেতা নির্মল মাজি, এসএসকেএম হাসপাতালের তৎকালীন নেফ্রোলজি বিভাগের প্রধান এবং বর্তমানে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজেন পান্ডে এবং তৎকালীন হাসপাতালের অধিকর্তা ও প্রাক্তন স্বাস্থ্য কর্তা প্রদীপ মিত্র।

২০১৫ সালে সরকারি হাসপাতালে কুকুরের ডায়ালিসিসের ঘটনা সারা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিল। অভিযোগ দায়ের করেছিলেন চিকিৎসক কুনাল সাহা। পাশাপাশি ২০১৫ সালে এমসিআইয়ের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছিল। প্রায় চার বছর পর সেই অভিযোগের নিষ্পত্তি করল এমসিআই।

সেই সঙ্গে এমসিআই জানিয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত তিনজন অভিযুক্তকে ভর্ৎসনা করা হয়েছে। এমনকি তাঁদের সতর্ক করে বলা হয়েছে ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে। পাশাপাশি সরকারি হাসপাতালে এ ধরনের উদ্যোগ নিন্দনীয় বলেও স্পষ্ট জানিয়েছে এমসিআই।

এমসিআইয়ের রায় বেরোনোর পর চিকিৎসক নির্মল মাজি বলেন, 'অভিযোগের কোনো ভিত্তি নেই। কোনও চিঠিও হাতে পাইনি।'

English summary
Dialisis of Dog in Hospital : MCI submits report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X