For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ থেকে টানা ৩ দিন বন্ধ থাকবে ঢাকুরিয়া ব্রিজ, কোন পথে চলবে গাড়ি জেনে নিন

আজ থেকে টানা ৩ দিন বন্ধ থাকবে ঢাকুরিয়া ব্রিজ, কোন পথে চলবে গাড়ি জেনে নিন

Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতির মধ্যেই ঢাকুিরয়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেকারণেই শুক্রবার রাত ১০টা থেকে টানা ৩ দিন বন্ধ থাকবে ঢাকুরিয়া ব্রিজের যান চলাচল। ২৭ জুলাই সকাল ৬টা পর্যন্ত চলবে না কোনও রকম যান। মাঝের হাট ব্রিজের দুর্ঘটনার পরেই শহরের সব ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে তৎপর হয় রাজ্য সরকার।

আজ থেকে টানা ৩ দিন বন্ধ থাকবে ঢাকুরিয়া ব্রিজ, কোন পথে চলবে গাড়ি জেনে নিন

ঢাকুরিয়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য বদলে দেওয়া হয়েছে গাড়ি চলাচলের রুট। গড়িয়া থেকে গোলপার্কের মধ্যে অটো চলবে সার্দান অ্যাভেনিউ হয়ে যোধপুর পার্ক (সেকেন্ড লেন) দিয়ে। ছোট গাড়ি গোলপার্ক থেকে সার্দান অ্যাভেনিউ হয়ে লেক গার্ডেন্স এবং প্রিন্স আনোয়ার শাহ ফ্লাইওভারে যাতায়াত করবে। এস১০৬, এস১০১, এস১১০, এস১০৪, ১৭বি, ২৪০, ৪৫, ২১৮, কেবি ১৭, ২৩৪, এস ৯এ, ২৩৩-সহ বিভিন্ন রুটের বাস গড়িয়াহাট, রাসবিহারী অ্যাভেনিউ, এসপি মুখার্জি রোড, প্রিন্স আনোয়ার শাহ, যাদবপুর হয়ে চলাচল করবে। গড়িয়াহাট, বিজন সেতু, রুবি এবং ইএম বাইপাস হয়ে বাস চলবে।

লকডাউনের পরের দিনই ঢাকুরিয়া ব্রিজের মতো অন্যতম গুরুত্বপূর্ণ পথ বন্ধ থাকায় সমস্যায় পড়বেন অফিস যাত্রীরা। তবে করোনা সংক্রমণের কারণে অপেক্ষাকৃত কম বাস এবং গাড়িকেই রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে।

ভারতের প্রযুক্তি বড়সড় প্রকল্প থেকে ২ নামী চিনা সংস্থার নাম ছাঁটাই! জল্পনার পারদ তুঙ্গে ভারতের প্রযুক্তি বড়সড় প্রকল্প থেকে ২ নামী চিনা সংস্থার নাম ছাঁটাই! জল্পনার পারদ তুঙ্গে

English summary
Dhakuria bridge close from today night for maintanence work
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X