For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সত্যিই 'দেব'! সাংসদ-অভিনেতা এবার কার ত্রাতা হয়ে পদক্ষেপ নিলেন

সত্যিই 'দেব'! সাংসদ-অভিনেতা এবার কার ত্রাতা হয়ে পদক্ষেপ নিলেন

  • |
Google Oneindia Bengali News

সত্যিই যেন তিনি সাক্ষাৎ 'দেব'! বাংলাকে একাধিক বিপদ যখন চেপে ধরেছে, তখন কার্যত বহু মানুষের কাছে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন অভিনেতা সাংসদ দেব। তৃণমূলের এই সাংসদ তথা বাংলার সুপারস্টার অভিনেতা এবার এক থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন।

কী ঘটেছে?

কী ঘটেছে?

মাসে ২ বার রক্ত নিতে হয় ছোট্ট সৌভিককে। দমদমের এই ছোট্ট ছেলেটি বড় অসহায়! অভাবের তাড়নায় তার পরিবার আ র রক্ত জোগাড় করতে পারছে না। সৌভিকের বাবার এক বন্ধু, অসহায় এই পরিবারের সাহায্যের জন্য টুইট করেছিলেন দেবকে। আর তারকা ঠিক যেন 'তারকা সুলভ'ভাবেই এই পরিবারের পাশে দাঁড়ালেন। টুইট পড়ে মুহূর্তে তার উত্তর দেন ঘাটালের সাংসদ।

দেবের প্রতিশ্রুতি

দেবের প্রতিশ্রুতি

এরপরই দেবের ব্যক্তিগত সচিব ফোন করেন ওই পরিবারে। দেব ক্যাম্পের সঙ্গে যোগাযোগ হয় সৌভিকদের। আর দেব প্রতিশ্রুতি দেন, তাঁর টিম এই শিশুর জন্য যথাসাধ্য লড়ে যাবে।

একের পর এক পদক্ষেপ

একের পর এক পদক্ষেপ

এই প্রথম নয়। এর আগেও অভিনেতা সাংসদ বহু শিশুর পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। কয়েকদিন আগে ক্যানসার আক্রান্ত সৌম্যদীপের পাশে এসে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন এই তারকা।

সত্যিই যেন 'দেব'

সত্যিই যেন 'দেব'

একটি বা দুটি নয় । সমাজের বিভিন্ন অংশে বহু মানুষের পাশে দাঁড়িয়ে দেব যেন সত্যিই বিপদগ্রস্ত মানুষের কাছে দেব হয়ে উঠেছেন। বৃদ্ধ মাস্ক বিক্রেতা থেকে মুমূর্ষ করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা। নিজের দফতরকে আইসোলেশন ক্যাম্পে রূপান্তরিত করার মতো বহু কাজই দেব করে আসছেন। আর এতেই 'দেবভক্ত' এর সংখ্যা বাড়ছে আরও!

মমতাকে ধরাশায়ী করতে ভোট অঙ্ক তৈরি বিজেপির! জয়ের 'কড়ি’ মজুত একুশেমমতাকে ধরাশায়ী করতে ভোট অঙ্ক তৈরি বিজেপির! জয়ের 'কড়ি’ মজুত একুশে

English summary
Dev extends help for thalassemia attacked child in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X