নোট বন্দির ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন ধ্বংসের মুখে, মোদীকে ফের আক্রমণ মমতার
নোট বন্দি আসলে দেশের অর্থনীতির পক্ষে কতটা ভুল সিদ্ধান্ত ছিলো, সেকথা ফের মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বন্দির তিন বছর পূর্তির দিনে বিজেপি সরকারের নোট বন্দির সিদ্ধান্তকে তীব্র ভাষায় সমালোচনা করলেন তৃণমূল সুপ্রিমো।

শুক্রবার বিমুদ্রাকরণের তিন বছর পূর্তির উপলক্ষে মুখ্যমন্ত্রীর টুইট করে বিমুদ্রাকরণকে দেশের অর্থনীতির পক্ষে এক বিপর্যয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, "আমি আগেই বলেছিলাম যে এটি দেশের অর্থনীতির সাথে সাথে লক্ষ লক্ষ মানুষের জীবনও ধ্বংস করবে।" তিনি আরও বলেন, "বিশ্বের তামাম অর্থনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই এখন এই বিষয়ে সহমত। রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যানও নোট বন্দিকে ব্যর্থ বলে দেখিয়েছে।"
নোট বন্দির প্রথম বর্ষপূর্তিতে স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁর টুইটার একাউন্টের ডিপি কালো করে প্রতিবাদে সরব হয়েছিলেন। রাজ্য জুড়ে পালিত হয়েছে কালা দিবস। বিভিন্ন অনুষ্ঠানে বা প্রচারে বক্তৃতা রাখর সময় তৃণমূল সুপ্রিমো বারংবার অভিযোগ করেছিলেন মোদী সরকারের এই নোট বন্দির সিদ্ধান্ত এক বড়সড় কেলেঙ্কারি, যা দেশের কিছু শ্রেণীর মানুষের হাত শক্ত করছে। আম জনতার পক্ষে এটি কত ভয়াবহ তা বারংবার মনে করিয়ে দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "নোট বন্দি থেকে থেকে শুরু হওয়া দেশের অর্থনৈতিক বিপর্যয় আজ কোথায় পৌঁছেছে দেখুন। ব্যাঙ্ক গুলি সঙ্কটের মুখে পড়েছে, দেশের অর্থনীতি সম্পূর্ণ মন্দা দশার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। কৃষক,শ্রমিক,ব্যবসায়ী থেকে শুরু করে দেশের নতুন প্রজন্ম, সকলেই এখন এর ভুক্তোভুগি।"
প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ই নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৎকালীন ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হিসাবে ঘোষণা করেন। যা নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ মনমোহন সিং থেকে শুরু করে অমর্ত্য সেন, সকলেই কেন্দ্রের নোট বন্দির সিদ্ধান্তকে তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন সেই সময়।