For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবান্নের নির্দেশ, তবুও 'বুকে ব্যথা' হওয়া মদনকে ফেরাল এসএসকেএম

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৪ জানুয়ারি: নবান্ন থেকে নির্দেশ ছিল। তবুও 'বুকে ব্যথা' নিয়ে ভর্তি হতে আসা মদন মিত্রকে ফিরিয়ে দিল এসএসকেএম হাসপাতাল। শনিবার দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা তাঁকে ভর্তি নিতে অস্বীকার করেন। এর ফলে পিজি-র সংশ্লিষ্ট ডাক্তারদের সরকারি রোষে পড়তে হবে বলে মনে করা হচ্ছে।

সারদা-কাণ্ডে গ্রেফতার হওয়ার পর 'শারীরিক অসুস্থতা'-র কথা বলে হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। কিন্তু অনেক পরীক্ষা করেও ডাক্তাররা তাঁর রোগ খুঁজে পাননি। ফলে গত রবিবার তিনি ফিরেছিলেন আলিপুর জেলে।

কক

গতকাল সকালে হঠাৎ করে তিনি বলেন, "বুকে ব্যথা করছে। শরীর ভালো লাগছে না।" এর পরই তাঁকে নিয়ে যাওয়া হয় পিজি হাসপাতালে। নবান্ন থেকে মৌখিকভাবে নির্দেশ গিয়েছিল, মন্ত্রীকে যেন ভর্তি করে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের একাংশ তার তীব্র বিরোধিতা করেন। তাঁরা নিয়ম মেনে পরীক্ষা করে জানান, কিছুই হয়নি মন্ত্রীর। ভর্তি করার মতো পরিস্থিতিও নেই। এর পরই গোমড়া মুখে ফের তিনি ফিরে যান জেলে।

ওয়াকিবহাল মহলের মতে, এর আগে ডাক্তাররা যখন মদনবাবুকে ভর্তি নিয়েছিলেন, তখনই বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূলের জেলবন্দি সাসপেন্ডেড সাংসদ কুণাল ঘোষ আদালতকে চিঠি দিয়ে বলেছিলেন, মদনবাবুর চিকিৎসার সঙ্গে যুক্ত ডাক্তারদের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। তাই তাঁদেরও জেরা করুক সিবিআই। মনে করা হচ্ছে, বিতর্ক এড়াতে রাজ্য সরকারের চাপের মুখে তাই এ বার নতিস্বীকার করলেন না ডাক্তাররা।

এদিকে, মদনবাবু হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের বলেছেন, " অনেকে রটাচ্ছেন যে, আমি নাকি জেলে অতিরিক্ত সুবিধা পাচ্ছি। এটা ঠিক কথা নয়। সিবিআই সর্বদলীয় কমিটির সঙ্গে এসে দেখে যাক, কী অবস্থায় আছি! যদি মিথ্যা বলি তা হলে সাধারণ মানুষের সামনে নাকে খত দিতে তৈরি আছি।"

English summary
Despite verbal order from Nabanna, SSKM refuses to admit Madan Mitra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X