For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগাম আঁচ পেয়েও কলকাতায় সংঘর্ষের এড়াতে পারেনি পুলিশ! অগ্নিগর্ভ রাত নিয়ে উঠছে প্রশ্ন

কলকতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ আগে থেকেই সতর্ক করেছিল ।কলকাতার রাস্তায় অমিত শাহের সভা ঘিরে অশান্তির আঁচ পেয়েই সেই তথ্য জানানো হয়েছিল পুলিশকে।

  • |
Google Oneindia Bengali News

কলকতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চ আগে থেকেই সতর্ক করেছিল ।কলকাতার রাস্তায় অমিত শাহের সভা ঘিরে অশান্তির আঁচ পেয়েই সেই তথ্য জানানো হয়েছিল পুলিশকে। এমনই তথ্য উঠে এসেছে এক প্রথম সারির সংবাদমাধ্যমের রিপোর্টে। জানা গিয়েছে, পুলিশের কাছে গন্ডগোল সংক্রান্ত সমস্ত আগাম আঁচ ছিল। আর সেই প্রেক্ষাপটেই মঙ্গলবারের অগ্নিগর্ভ রাতে অশান্ত মহানগরীর বুকে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে।

আগাম আঁচ পেয়েও সংঘর্ষের এড়াতে পারেনি পুলিশ! অগ্নিগর্ভ রাত নিয়ে উঠছে প্রশ্ন


জানা গিয়েছে, পুলিশেক বিজেপি ও তৃণমূল সেল থেকে সাফ রিপোর্টে জানানো হয়, যে তৃণমূলের তরফে বিধান সরণি এবং কলেজ স্ট্রি অমিত শাহের রোড শো চলাকালীন সেই রাস্তাতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলি থেকে কালো পাতাকা দেখাবেন তৃণমূল সমর্থকরা। বিজেপি সেল- থেকে খবর ছিল তৃণমূলের বিক্ষোভের পাল্টা জবাব দেবে বিজেপিও। তা সত্ত্বেও হিংসা আগুন থেকে কলকাতাকে রক্ষা করতে পারেনি পুলিশ। গার্ডরোল তুলে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের সামনে যখন দু'পক্ষের চরম সংঘর্ষ শুরু হয়, সেখানে পুলিশি উদাসীনতার ছবি আতঙ্কিক করেছে শহরবাসীকে।

বিজেপি, তৃণমূল দুই পক্ষের মধ্যে যে ভিতরে ভিতরে এমন সংঘর্ষের আবহ জমাট বাঁধছিল তার আঁচ আগে থেকেই পেয়ে যান পুলিশের গোয়েন্দারা। প্রশ্ন উঠছে বিদ্য়াসাগর কলেজের সামনে যখন অগ্নিকাণ্ড শুরুব হয় তখনও উপযুক্ত ব্যবস্থা নিতে দেখা যায়নি পুলিশকে। সবমিলিয়ে মঙ্গলবারের রাতের কলকাতা ঘিরে বারবার পুলিশি নিষ্ক্রিয়তা ঘিরেই অসন্তোষ দানা বাঁধছে।

English summary
Despite having advance inputs, kolkata police failed to avoid violence in BJP road show
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X