For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরুলিয়ায় রহস্যমৃত্যুতে বজরং-মাও দ্বন্দ্ব দেখছে তৃণমূল, বিজেপিকে তোপ ডেরেক-পার্থর

বিজেপি যখন বলছে পুরুলিয়ায় জমি হারিয়ে মাওবাদীদের সঙ্গে নিয়ে তৃণমূল খুন-খারাপি করছে, তখন তৃণমূল তোপ দাগল বজরঙ্গ দল, মাওবাদী ও বিজেপির ভূমিকাও এই ঘটনায় খতিয়ে দেখতে হবে।

Google Oneindia Bengali News

তিনদিনের ভিতরে পুরুলিয়ার জঙ্গলমহলে দুজন বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হল। বিজেপি যখন বলছে পুরুলিয়ায় জমি হারিয়ে মাওবাদীদের সঙ্গে নিয়ে তৃণমূল খুন-খারাপি করছে, তখন তৃণমূল তোপ দাগল বজরঙ্গ দল, মাওবাদী ও বিজেপির ভূমিকাও এই ঘটনায় খতিয়ে দেখতে হবে।

পুরুলিয়ায় রহস্যমৃত্যুতে বজরং-মাও দ্বন্দ্ব দেখছে তৃণমূল, বিজেপিকে তোপ ডেরেক-পার্থর

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন বলেন, পুরুলিয়া যে ঘটনা ঘটেছে, সেই অপরাধের ঘৃণ্য। এই ঘৃণ্য আপরাধের আমরা নিন্দা করি। নিছকই আত্মহত্যা নাকি এই ঘটনার পিছনে কারও হাত রয়েছে, তা খতিয়ে দেখা উচিত। এই জঘন্য কাজে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

[আরও পড়ুন: ১২ ঘণ্টার বনধের ডাক! পুরুলিয়ায় ২ বিজেপি কর্মীর মৃত্যু কি আত্মহত্যা, যা বলছেন পুলিশ সুপার][আরও পড়ুন: ১২ ঘণ্টার বনধের ডাক! পুরুলিয়ায় ২ বিজেপি কর্মীর মৃত্যু কি আত্মহত্যা, যা বলছেন পুলিশ সুপার]

সেইসঙ্গে খতিয়ে দেখতে হবে বিজেপি-বজরঙ্গ দল ও মাওবাদীদের ভূমিকা। ঝাড়খণ্ড সীমান্তের দিকে নজর দেওয়াও জরুরি। তাহলেই সত্যিটা উঠে আসবে। আর এই ঘৃণ্য কাজে কারও হাত থাকলে, তা প্রকাশ হওয়া জরুরি। শুধু ডেরেক ওব্রায়েনই নন, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও সরব হন বিজেপির অভিযোগের বিরুদ্ধে।

পুরুলিয়া তিনদিনের ভিতরে সুপুরডি গ্রামের ত্রিলোচন মাহাতো ও দাভাগ্রামের দুলাল কুমার নামে দুই বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ওসব অভিযোগের কোনও সারবত্তা নেই। তৃণমূল কখনও হিংসার রাজনীতিকে প্রশ্রয় দেয় না। এলাকা দখল করার প্রয়োজন আমাদের নেই। আমরা উন্নয়ন দিয়েই মানুশের মনের মণিকোঠায় পৌঁছতে চাই।

এদিন ফের রাহুল সিনহা এই দুই রহস্যমৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেন। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস থাকলে পুরুলিয়ায় খুনের ঘটনায় সিবিআই তদন্ত করান। তিনি বলেন, জমি ফিরে পেতে মাওবাদীদের সঙ্গে নিয়ে খুনখারাপির রাজনীতি করছে তৃণমূল। উল্লেখ্য, এই দুই মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
TMC leader Derek Obrian seems that Bajrang and Maoist clash can be cause of BJP workers death in Purulia. Rahul Sinha complains that TMC starts murder-politics with Maoist.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X