বিজেপির সভাপতি আইটি সেলের ট্রোল-রিংয়ের নেতা! ডেরেক দাগলেন মোক্ষম তোপ
বিজেপি সর্বভারতীয় সভাপতি স্বয়য় ভুয়া খবর ছড়াচ্ছেন বলে অভিযোগ করলেন তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়ান। তিনি বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে আইটি সেলের ট্রোল-রিংয়ের নেতাদের সঙ্গে তুলনা করলেন। মঙ্গলবার নড্ডার বিরুদ্ধে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যু নিয়ে 'রাজনীতিকরণে'র অভিযোগ তোলেন ডেরেক।

বিজেপির সভাপতি নিজেও ভুয়া খবর ছড়াচ্ছেন
বিজেপির প্রবীণ বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অনাচারের অভিযোগ এনেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারই পরিপ্রেক্ষিতে ডেরেক বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিজেও ভুয়া খবর ছড়াচ্ছেন।

বিজেপি সভাপতি আইটি সেলের ট্রোল রিং নেতা!
এই মর্মে তিনি জেপি নাড্ডাকে তাঁর দলের আইটি সেলের ট্রোল রিং নেতাদের সঙ্গে তুলনা করেন। ডেরেক বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নিজে প্রতিযোগিতা করছেন দলের আইটি সেলের ট্রোল রিং নেতাদের সঙ্গে। রাজনৈতিক পয়েন্ট স্কোর করার জন্য এইসব কথা বলছেন।

প্রতিটি মৃত্যুই ট্র্যাজেডি, তবু রাজনীতিকরণ
ডেরেক পরামর্শ দিয়ে বলেন, নাড্ডাজি এইসব আজেবাজে না বকে মৃতের পরিবারের পাশে দাঁড়ালে ভালো করবেন। প্রতিটি মৃত্যুই ট্র্যাজেডি। তাতে সবারই দুঃখ হয়। কিন্তু তা নিয়ে রাজনীতি করার অর্থ হয় না। টুইট করে ডেরেক একহাত নেন নাড্ডাকে। উল্লেখয, সোমবার স্থানীয় একটি চায়ের দোকানের বাইরে বিজেপির বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃতদেহ উদ্ধারের পরই চাপানউতোর শুরু হয়।

রাজনৈতিক চাপানউতোর শুরু বিধায়ক-মৃত্যুতে
বিজেপি এই ঘটনার নিন্দা করতে গিয়ে টুইটারে দাবি করেন দেবেন্দ্রনাথ রায়কে খুন করা হয়েছিল এবং পরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। রাজ্য বিজেপি নেতৃত্ব তাঁর মৃত্যুকে তৃণমূল কংগ্রেসের ঠান্ডা মাথায় হত্যা বলে অভিহিত করেছে। তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা এই হত্যাকাণ্ড চালায়। তারই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক চাপানউতোর শুরু হয় তৃণমূল-বিজেপির।

কংগ্রেসে সচিনের ডানা ছাঁটতে খাঁড়ার কোপ সংগঠনেও! গেহলটের চালে দরাদরির পথও বন্ধ পাইলটের