For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল জয়ধ্বজা উড়িয়ে মমতার হ্যাটট্রিকের বার্তা, তাৎপর্যপূর্ণ তিন বাণ ছাড়লেন ডেরেক

তৃণমূল জয়ধ্বজা উড়িয়ে মমতার হ্যাটট্রিকের বার্তা, তাৎপর্যপূর্ণ তিন বাণ ছাড়লেন ডেরেক

Google Oneindia Bengali News

বাংলায় নির্বাচন এবার আট দফায় হচ্ছে। এখন পর্যন্ত তিন দফা নির্বাচন হয়েছে মাত্র। হাইপ্রোফাইল কেন্দ্র নন্দীগ্রামের নির্বাচন সাঙ্গ হলেও এখনও দুই-তৃতীয়াংশ আসনে নির্বাচন বাকি। রাত পোহালেই শনিবার চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে টুইট করে তৃণমূল জয়ধ্বজা উড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।

তৃণমূলের জয় এবং মমতার হ্যাটট্রিকের বার্তা

তৃণমূলের জয় এবং মমতার হ্যাটট্রিকের বার্তা

ভোটের ফলের জন্য অপেক্ষা করতে হবে আরও তিন সপ্তাহ। তার আগে শুক্রবার টুইট করে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন ডেরেক। তিনটি পয়েন্ট তুলে ধরে তিনি বাংলায় তৃণমূলের জয় এবং বাংলার কুর্সিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাটট্রিকের বার্তা দিলেন। ভোটের আগের দিন তাঁর এই টুইট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

ডেরেকের টুইটে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট

ডেরেক ও'ব্রায়েন তাঁর টুইটে লেখেন- এক, আমরা বাংলা জয় করেছি। দুই আমরা নন্দীগ্রাম ইতিমধ্যেই জয় করেছি। আর তিন, যে কেন্দ্রীয়মন্ত্রী এখানে প্রার্থী হয়েছেন তিনি হারবেন। ইংরেজি ও বাংলায় পৃথক পৃথকভাবে তিনি লেখেন এই তিনটি পয়েন্ট। ভোট শেষের আগেই জয়ের বার্তা তে তিনি দিলেনই, নন্দীগ্রামে মমতা জিতবেন বলে জানানোর পাশাপাশি বাবুল সুপ্রিয় হারবেন বলেও ভবিষ্যদ্বাণী করেন।

বাংলা-জয় ও নন্দীগ্রাম জয় নিয়ে ডেরেক-বার্তা

বাংলা-জয় ও নন্দীগ্রাম জয় নিয়ে ডেরেক-বার্তা

শুধু ডেরেক ও'ব্রায়েন বা তৃণমূল কংগ্রেস নয়, বাংলা জয় কিংবা নন্দীগ্রামে জয়ের দাবি করছে বিজেপিও। শুভেন্দু অধিকারীর শরীরী ভাষায় যেমন ভোটের দিন থেকেই জয়ের দাবি করে আসছিল, তেমনই বয়ালের ঘটনার পরও আত্মবিশ্বাসী লেগেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর থেকে দু-দলই দাবি করে আসছে, তারাই জিতছেন নন্দীগ্রামে।

বাবুল সুপ্রিয়কে নিয়ে ভবিষ্যদ্বাণী ডেরেকের টুইটে

বাবুল সুপ্রিয়কে নিয়ে ভবিষ্যদ্বাণী ডেরেকের টুইটে

চতুর্থ দফা ভোটের আগে ডেরেক বাবুল সুপ্রিয়কে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছেন, তা নিয়েই বেশি চর্চা হচ্ছে। বিধানসভায় বিজেপির টিকিট পেয়েছেন বাবুল সুপ্রিয়। বাবুলের বিরুদ্ধে টালিগঞ্জে তৃণমূলের প্রার্থী অরূপ বিশ্বাস। ডেরেক ভোটের আগেই কায়দা করে অরূপ বিশ্বাসের জয়ধ্বনি করলেন।

চতুর্থ দফার ভোটে হটস্পট কোচবিহার-আলিপুরদুয়ার, উত্তরবঙ্গে তৃণমূলের টার্নিং পয়েন্ট হতে পারে এই দুই কেন্দ্রচতুর্থ দফার ভোটে হটস্পট কোচবিহার-আলিপুরদুয়ার, উত্তরবঙ্গে তৃণমূলের টার্নিং পয়েন্ট হতে পারে এই দুই কেন্দ্র

English summary
Derek O’Brien gives message of Mamata Banerjee’s winning over his twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X