For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গণতন্ত্র?' প্রশ্ন তুলেই মোদী সরকারকে টার্গেটে রেখে সংসদে পর পর ঘটনা নিয়ে টুইটবাণ ডেরেকের

  • |
Google Oneindia Bengali News

রাজ্যসভা থেকে ইতিমধ্যেই আচরণগত বিধির নিরিখে সাসপেন্ড হয়েছেন ৬ জন তৃণমূল সাংসদ। তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছেন। এদিকে, দিল্লির বুকে জাতীয় রাজনীতিতে পারদ চড়িয়ে পর পর আক্রমণে শান দেন ডেরেক ও ব্রায়ান। তাঁর সাম্প্রতিক টুইটে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে পর পর ঘটনার উল্লেখ উঠে আসে ডেরেকর তরফে।

ভেঙেছে সংসদের কাঁচ!

ভেঙেছে সংসদের কাঁচ!

একটি সূত্রেরর দাবি, সংসদে উচ্চকক্ষের অধিবেশনে অর্থাৎ রাজ্যসভার অধিবেশন শেষে প্রবেশের চেষ্টা করেন সাসপেন্ডের সাংসদরা। সেই সময় পুরুষ মার্শাল দিয়ে তাঁদের আটকানো হয়েছে বলে খবর। ঘটনা নিয়ে ব্যাপক ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। এদিকে, ঘটনাস্থলে সেই সময় শুরু হয় ধস্তাধস্তি। আহত হন নিরাপত্তাকর্মীরা। এই প্রেক্ষাপটে শোনা যাচ্ছে সাংসদদের আরও কোনও শাস্তি হতে পারে।

ডেরেকের তোপ

ডেরেকের তোপ

অধিবেশন শেষের পর সংসদে প্রবেশের মুখে তৃণমূল সাংসদদের দ্বার রোখা নিয়ে এদিন টুইটারে সরব হন ডেরেক ও ব্রায়ান। গোটা ঘটনার ভিডিও তুলে ধরে ডেরেক কয়েকটি ঘটনা পেশ করেন নিজের টুইটে। ৪ অগাস্ট সংসদে পর পর কী কী ঘটনা ঘটেছে তার বিবরণ সময় ধরে তুলে ধরেন ডেরেক। কোন সময়ে সংসদের বুকে কী কী ঘটনা ঘটেছে, তার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। আর সেই বক্তব্যগুলির পরে নিজের টুইটে ডেরেকের প্রশ্ন এটি কোনও গণতন্ত্র?

 পেগাসাস ঝড়

পেগাসাস ঝড়

সংসদে পেগাসাস নিয়ে ইতিমধ্যেই প্রবল ঝড় উঠতে শুরু করেছে। রাজ্যসভায় ৩০ জন বিরোধী সংসদ ওয়েলে নেমে এই ইস্যুতে ক্ষোভ তুলে ধরেন। ডেরেকের টুইটে বলা হয়েছে ১১:১০ নাগাদ যখন বিরোধী সাংসদরা সংসদে প্রবল পেগাসাস ইস্যুতে চরম বিক্ষোভে ফেটে পড়েন, তখনও সরকার কোনও মতেই এই ইস্যু নিয়ে আলোচনা করতে রাজি হয়নি। ডেরেকর অভিযোগ, এরপর ১১:১৩ মিনিটে রাজ্যসভায় প্ল্যাকার্ড হাতে তোলার জন্য ছয় জন তৃণমূল সাংসদকে সাসপন্ড করা হয়। এরপর ৩:৩৫ মিনিট নাগাদ যখন ওই তৃণমূল সাংসদরা অধিবেশে শেষে সংসদে প্রবেশ করতে যান তখন তাঁদের বাঁধা দেওয়া হয় পুরুষ মার্শাল দিয়ে, এমনই অভিযোগ করেন ডেরেক। ঘটনার ভিডিও তিনি তুলে ধরেছেন তাঁর টুইটে।

অভিষেকের তোপ

অভিষেকের তোপ

এদিকে, তৃণমূলের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে রীতিমতো ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, দলের ছয় সাংসদকে রাজ্য়সভা থেকে সাসপেন্ড করার অর্থ হল নরেন্দ্র মোদীর আমল নিজের হার মেনে নিয়েছে। সত্যের জন্য লড়াইয়ের কাছে তারা হেরে গিয়েছে বলেও কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত ২০২৪ কে টার্গেটে রেখে ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মমতার গত দিল্লি সফরে জাতীয় রাজনীতির একাধিক নেতার সঙ্গে তাঁর বৈঠক ঘিরে রীতিমতো তোলপাড় হয়েছে রাজনীতি। সেই জায়গা থেকে পেগাসাস ইস্যুতে তৃণমূল কার্যত ঝোড়ো প্রতিবাদে নামে। রাজ্যে গত ২১ জুলাইয়ের সভায় এই পেগাসাস ইস্যুতে ঝড় তুলে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক তোপ দাগেন মমতা। এরপর তাঁর দলের একাধিক নেতা সাংসদকে সেই সুরে সুর মেলাতে দেখা যায়। পেগাসাস ইস্যুতে প্রবল বিতর্কের ঝড় ওঠে সংসদেও। একযোগে বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়ে মোদী সরকার।

 'সাসপেন্ড করা যেতে পারে সাইলেন্স নয়'

'সাসপেন্ড করা যেতে পারে সাইলেন্স নয়'

এক ঝোড়ো টুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন 'আপনারা চাইলে সাসপেন্ড করতে পারেন, তবে আমাদের মুখ বন্ধ করতে পারেন না। আমরা আমাদের মানুষদের জন্য লড়াইয়ের থেকে একচুলও সরে আসব না।' তিনি লেখেন সত্যের জন্য জয় তাঁরা চালিয়ে যাবেন। রক্তের শেষ বি্দু দিয়ে এই লড়াই জারি থাকবে বলে অভিষেক কার্যত নিজের পোস্ট থেকে হুঙ্কার দিয়েছেন।

পেগাসাস ইস্যু

পেগাসাস ইস্যু

উল্লেখ্য়, পেগাসাস হ্যাক নিয়ে বাদল অধিবেশনের আগের রাত থেকেই উত্তাল হয় দিল্লির রাজনীতি। বাদল অধিবেশের শুরু থেকেই ইজরায়েলি স্পাইওয়্য়ার নিয়ে সরব হন দেশের সমস্ত বিজেপি বিরোধী সাংসদরা। দাবি করা হয় এই ইস্যুতে সরকারের বক্তব্যের। এদিকে, বাদল অধিবেশনের মধ্যেই রাজ্যসভায় কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের বক্তব্য তুলে ধরতে শুরু করতেই তাঁর বক্তব্যের কাগজ টেনে ছিঁড়ে দেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। এরপরই শান্তনু সেনকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়। বিজেপি বনাম তৃণমূলের প্রবল সংঘাত প্রকাশ্যে আসতে শুরু করে। এরপর গতকালও এই ইস্যুতে সংসদে বক্তব্যের দাবি মোদী সরকারের কাছে তুলে ধরা হয়। এরপর জাতীয় রাাজনীতি আরও উত্তাল হয়ে যায়।

English summary
After six TMC MP's suspension from Rajyasabha , Derek O Brain hits out at BJP and Modi government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X