For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেপুটি মেয়রের বাড়ির সামনে বোমাবাজি গুলি! আহত অপর্ণা সেন

বিধাননগরের মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে বোমা, গুলি চালানোর অভিযোগে উত্তপ্ত রাজারহাট।

  • |
Google Oneindia Bengali News

বিধাননগরের মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে বোমা, গুলি চালানোর অভিযোগে উত্তপ্ত রাজারহাট। অভিযোগ তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির পাশে বিজেপি কর্মী প্রদীপ অধিকারীর বাড়ি থেকে বোমা ছোঁড়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যান বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

কাটমানি বিক্ষোভে উত্তপ্ত চিনারপার্ক

কাটমানি বিক্ষোভে উত্তপ্ত চিনারপার্ক

বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি বিক্ষোভ নিয়ে প্রথম উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। চিনার পার্ক থেকে রাজারহাট যাওয়ার টোটো, অটো এবং ম্যাজিক গাড়ির চালকদের একাংশ তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ডেপুটি মেয়রের পাশাপাশি ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল হোসেনের বিরুদ্ধেও কাটমানি বিক্ষোভ চলে। চালকদের অভিযোগ, গাড়ি নামাতে গেলে প্রতিদিন তাঁদের ৮০ টাকা করে দিতে হয়। টাকা না দিলে হুমকি ও মারধরও চলে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে প্রথমে চালকরা চিনার পার্কে অবরোধ করেন। পরে পুলিশ অবরোধ তুলে দেয়।

সব্যসাচী ভাল, তাপস খারাপ

সব্যসাচী ভাল, তাপস খারাপ

বিক্ষোভরত চালকদের অভিযোগ, সব্যসাচী দত্ত বিধাননগরের মেয়র থাকাকালীন তাদের এই টাকা দিতে হয়নি।

 ডেপুটি মেয়রের বাড়ির সামনে বোমাবাজি

ডেপুটি মেয়রের বাড়ির সামনে বোমাবাজি

এরপর দুপুরের দিকে বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে বোমাবাজি শুরু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন যুবক ডেপুটি মেয়রের বাড়ির সামনে বোমা ভর্তি ব্যাগ রেখে পালিয়ে যায়। আরও অভিযোগ সেখানে বোমাবাজির পাশাপাশি গুলিও চলে। বোমার ঘায়ে অপর্ণা সেন নামে এক মহিলা আহত
হয়েছেন। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

English summary
Deputy Mayor Tapas Chatterjee's house was attacked and woman named Aparna Sen injured. It is allegedthat Bomb was hurled from BJP workers house.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X